India Vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে অনিশ্চিত দীপক চাহার

Published : Dec 10, 2023, 08:21 PM ISTUpdated : Dec 10, 2023, 09:04 PM IST
Deepak Chahar

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম চোটপ্রবণ দীপক চাহার। বারবার চোট পেয়ে ছিটকে যান এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অনিশ্চিত এই পেসার।

দীপক চাহার কি চোটমুক্ত অবস্থায় কোনও সিরিজই খেলতে পারবেন না? আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, বারবার চোট পেয়ে ছিটকে গিয়েছেন এই পেসার। ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি চাহার। জরুরি কারণে তিনি বাড়িতেই রয়ে গিয়েছেন। ফলে রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দলে নেই এই পেসার। তিনি পরের ২ ম্যাচেও অনিশ্চিত। পারিবারিক সমস্যা মেটাতে না পারলে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারবেন না চাহার। তিনি এভাবে বারবার ছিটকে যাওয়ায় ভারতীয় ক্রিকেট মহলের অনেকেই বিরক্ত। ফলে ভবিষ্যতে চাহারের পক্ষে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন।

চাহারকে নিয়ে অন্ধকারে বিসিসিআই

চাহার কবে ভারতীয় দলে যোগ দেবেন বা এই সফরে আদৌ ভারতীয় দলে যোগ দিতে পারবেন কি না, সে ব্যাপারে টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই কর্তারাও কিছু বলতে পারছেন না। এ প্রসঙ্গে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘দীপক চাহারের এক ঘনিষ্ঠ আত্মীয়কে জরুরি কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। সেই কারণে ও এখনও ডারবানে দলে যোগ দিতে পারেনি। এই অবস্থায় পরিবারের সঙ্গে থাকা দরকার বলে ও ছুটি চেয়ে নিয়েছে। ওর আত্মীয়র শারীরিক পরিস্থিতির উপরেই দলে যোগ দেওয়া নির্ভর করছে।’

ভারতীয় দলে অনিয়মিত চাহার

গত ২ বছর ধরেই চোটের জন্য বেশিরভাগ সময় জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে চাহারকে। তাঁর পারফরম্যান্স খারাপ নয়। কিন্তু ফিটনেস ধরে রাখতে পারছেন না এই পেসার। এবার পারিবারিক সমস্যায় তিনি দলের বাইরে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি চাহার। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। ফলে এই পেসারকে নিয়ে সমস্যা বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: ডারবানে বৃষ্টি, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বিলম্ব

Quinton de Kock: বিশ্বকাপের পরেই অবসর নিতে চাইছিলেন কুইন্টন ডি কক!

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড