SRH vs GT Live Updates: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার, আইপিএল-এর (IPL 2025 Live Score) অন্যতম সেরা ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাত টাইটান্স (Sunrisers Hyderabad vs Gujarat Titans)।
আর সেই ম্যাচেই ৩৮ রানে জয় পেল গুজরাত। এদিন টসে জিতে বোলিং নেন হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। আর ব্যাট করতে নেমে, শুরু থেকেই ঘরের মাঠে দাপট দেখায় গুজরাত। ওপেনার সাই সুদর্শন করেন ২৩ বলে ৪৮ রান। সেইসঙ্গে, অধিনায়ক শুভমান গিল উপহার দেন ৩৮ বলে ৭৬ রানের অনবদ্য ইনিংস। যে ইনিংসে ছিল ১০টি চার ২টি ছয়। তবে সেখানেই শেষ নয় (gujarat titans vs sunrisers hyderabad standings)।
মিডল অর্ডারে নেমে কার্যত, দাপুটে ব্যাটিং করেন জস বাটলার। খেলেন ৩৭ বলে ৬৪ রানের অসাধারণ ইনিংস। এছাড়া ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে ২১ রান। অন্যদিকে, শাহরুখ খান ৬ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে গুজরাত টাইটান্স। রীতিমতো রানের পাহাড় খাড়া করে তারা।
অন্যদিকে, সানরাইজার্সের হয়ে এই ম্যাচে ৩টি উইকেট নেন জয়দেব উনাদকাট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন অধিনায়ক কামিন্স এবং জীশান আনসারি।
২২৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে হায়দ্রাবাদ। ওপেনার ট্র্যাভিস হেড ফিরে যান মাত্র ২০ রানে। তবে দলের আরেক ওপেনার অভিষেক শর্মা দুর্দান্ত লড়াই করেন। তাঁর সংগ্রহে ৪১ বলে ৭৪ রান (sunrisers vs titans)। তবে ঈশান কিষাণ প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ১৩ রানে এবং দলের উইকেটকিপার-ব্যাটার হেনরিক ক্লাসেনের ঝুলিতে মাত্র ২৩ রান (gujarat titans vs sunrisers hyderabad players)।
এদিকে অনিকেত ভার্মা করেন মাত্র ৩ রান। ওদিকে নীতীশ কুমার রেড্ডির সংগ্রহে মাত্র ২১ রান এবং শেষদিকে নেমে প্যাট কামিন্স ১৯ রানে অপরাজিত থাকেন। আসলে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন-আপ এই ম্যাচে চূড়ান্তই ব্যর্থ হয়। অভিষেক শর্মাকে বাদ দিলে আর কেউ সেইভাবে দাগ কাটতে পারেননি। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতে সক্ষম হয় হায়দ্রাবাদ (gt vs srh all match scorecard)।
এদিন গুজরাতের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ। অন্যদিকে, ১টি করে উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা এবং জেরাল্ড কোয়েটজি (hyderabad versus gujarat)।
গুজরাত টাইটান্স ৩৮ রানে জয়ী এবং ম্যাচের সেরা প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।