SRH vs GT Probable First XI: দুরন্ত লড়াইয়ের অপেক্ষা। মুখোমুখি হায়দ্রাবাদ বনাম গুজরাত (SRH vs GT)।
SRH vs GT Probable First XI: চলতি আইপিএলে (IPL 2025) আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাত টাইটান্স (Sunrisers Hyderabad vs Gujarat Titans)।
সবথেকে বড় বিষয় হল যে, কলকাতার বিরুদ্ধে গত ম্যাচে পরাজিত হয়ে এই ম্যাচে খেলতে নামছে হায়দ্রাবাদ। যদিও আজকের ম্যাচটি তাদের ঘরের মাঠে। গত ম্যাচে হায়দ্রাবাদের হয়ে হেনরিক ক্লাসেন এবং কামিন্দু মেন্ডিস ছাড়া আর সেইভাবে কেউ ভালো খেলতে পারেননি (IPL 2025 live score)। তবে অবশ্যই এই ম্যাচে তারা ছাড়াও অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অধিনায়ক প্যাট কামিন্স এবং মহম্মদ শামির দিকেও নজর রাখতেই হচ্ছে।
অপরদিকে, গুজরাত কিন্তু নিজেদের শেষ ম্যাচে জিতে রবিবার খেলতে নামছে। গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে জস বাটলার অসাধারণ ইনিংস উপহার দেন। করেন ৩৯ বলে ৭৩ রান। সেইসঙ্গে, সাই সুদর্শনের দিকেও চোখ রাখতেই হবে। তাঁর সংগ্রহে ছিল ৪৯ রান। এছাড়াও শেরফানে রাদারফোর্ড, অধিনায়ক শুভমান গিল, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণর দিকেও নজর থাকবে (SRH vs GT 2025)।
তাছাড়া গত ম্যাচে সিরাজ বেশ ভালো বোলিং করেন। তবে রশিদ খানের ফর্ম কিছুটা চিন্তায় রাখবে গুজরাত ম্যানেজমেন্টকে। কিন্তু আগের ম্যাচে জয়ের ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকে শুরু করবে তারা (SRH vs GT Dream 11 prediction)।
দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে (SRH vs GT probable first xi)?
সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য প্রথম একাদশঃ ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার-ব্যাটার), অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), অভিনব মনোহর, জীশান আনসারি, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি
ইমপ্যাক্ট সাব: উইয়ান মাল্ডার
গুজরাত টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশঃ সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার-ব্যাটার), শাহরুখ খান, শেরফানে রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ
ইমপ্যাক্ট সাব: ইশান্ত শর্মা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।