
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) দিকে যেন আরও একধাপ এগোল লঙ্কাবাহিনী। ঘরের মাঠে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কার্যত, একতরফা জয় পেল শ্রীলঙ্কা (Srilanka)।
পরপর দুটি টেস্টই জিতে সিরিজও পকেটে পুরে নিলেন ধনঞ্জয় ডি সিলভারা। প্রথমে কামিন্দু মেন্ডিসের ঐতিহাসিক সেঞ্চুরি। আর তারপর প্রভাত জয়সূর্য এবং নিশান পেইরিসদের বোলিং দাপটে কিউয়িদের ইনিংস ও ১৫৪ রানে হারাল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেইসঙ্গে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্যও প্রবল দাবিদার হয়ে উঠল তারা।
উল্লেখ্য, প্রথম টেস্টে ৬৩ রানে জিতেছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় টেস্টও প্রায় একতরফাই হল। নিউজিল্যান্ডকে ফলো অন খাইয়ে একেবারে নাকানিচোবানি খাওয়াল শ্রীলঙ্কা। গল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে, মাত্র ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে মোট ৬০২ রান।
সেই সময়, ইনিংস ডিক্লেয়ার করে দেন ধনঞ্জয় ডি সিলভা। শ্রীলঙ্কার ইনিংসে সেঞ্চুরি হাঁকান মোট তিনজন। দীনেশ চাণ্ডিমাল করেন ১১৬ রান। শেষের দিকে কুশল মেন্ডিস অপরাজিত ছিলেন ১০৬ রানে। তবে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের মূল নায়ক হলেন কামিন্দু মেন্ডিস। ১৮২ রান করে অপরাজিত ছিলেন তিনি।
এদিকে টেস্টে দ্রুত ১০০০ রান করার তালিকায় ডন ব্র্যাডম্যানের সঙ্গেই নাম উঠেছে কামিন্দুর। জবাবে ব্যাট করতে নেমে, প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। একাই ৬ উইকেট তুলে নেন প্রভাত জয়সূর্য।
ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে যদিও কিছুটা লড়াই করে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস, ডেভিড কনওয়ে, মিচেল স্যান্টনাররা হাফসেঞ্চুরি করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। এই ইনিংসে নিশান পেইরিসের ঘূর্ণিতে ৩৬০ রানে শেষ হয়ে যায় কিউইদের ইনিংস। তিনি তুলে নেন ৬ উইকেট। ফলে, একটি ইনিংস ও ১৫৪ রানে জেতে শ্রীলঙ্কা।
আগের টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে তিন নম্বরে উঠে আসে শ্রীলঙ্কা। মোট ৯ ম্যাচ খেলে, তাদের পয়েন্ট ৫০। শতাংশের বিচারে ৫৫.৫৬। এদিনের হারে নিউজিল্যান্ড পিছিয়ে চলে গেল ৭ নম্বরে। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫০।
শ্রীলঙ্কার সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট। সেগুলিতে যদি তারা জেতে এবং বর্ডার গাভাসকর ট্রফিতে যদি ভারত অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে পয়েন্ট টেবিলের ছবি অনেকটাই বদলে যেতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গতবারের বিজয়ী দল অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে উঠে আসতে পারেন শ্রীলঙ্কা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।