রোদ উঠলেও হল না তৃতীয় দিনের খেলা, ড্রয়ের পথে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

কানপুরের গ্রিন পার্কে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে থাকতেই বাধা হয়ে দাঁড়িয়েছিল আবহাওয়া। ম্যাচের তৃতীয় দিনেও আবহাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল।

Soumya Gangully | Published : Sep 29, 2024 9:30 AM IST / Updated: Sep 29 2024, 03:53 PM IST

সকাল থেকে রোদ ছিল না। দুপুর দুটোর পর রোদ উঠল। কিন্তু ঠিক সেই সময় আম্পায়াররা জানিয়ে দিলেন, এদিনও খেলা সম্ভব হবে না। ফলে ড্রয়ের দিকে এগিয়ে চলেছে কানপুর টেস্ট ম্যাচ। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা সম্ভব হয়েছিল। দ্বিতীয় দিন খেলা শুরু করা সম্ভব হয়নি। এরপর রবিবার তৃতীয় দিনেও খেলা হল না। এদিন সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও, বৃষ্টি হয়নি। তবে মাঠকর্মীদের পক্ষে আউটফিল্ড শুকনো করে তোলা সম্ভব হয়নি। শনিবার রাতে বৃষ্টির ফলে গ্রিন পার্কের আউটফিল্ডের বিভিন্ন জায়গায় জল জমে ছিল। মাঠকর্মীরা অনেক চেষ্টা করেও জল সরাতে পারেননি। সকাল ১০টায় প্রথমবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। এরপর বেলা ১২টায় দ্বিতীয়বার পরিদর্শন করা হয়। প্রথম দুই সেশনের খেলা ভেস্তে যায়। এরপর দুপুর দুটোয় তৃতীয়বার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তাঁরা মাঠকর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এরপর আম্পায়াররা জানিয়ে দেন, এদিন খেলা শুরু করা সম্ভব নয়। ফলে রবিবার যাঁরা খেলা দেখতে গ্রিন পার্কে যান, তাঁদের হতাশ হয়ে বাড়ি ফিরতে হল।

গ্রিন পার্কের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন

Latest Videos

এক দশকেরও বেশি সময় ধরে গ্রিন পার্কের পরিকাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। দীর্ঘদিন গ্যালারি সংস্কার করা হয়নি। আউটফিল্ডও খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়নি। নিকাশি ব্যবস্থাও উন্নত মানের নয়। এই কারণে মাঠ শুকনো করে তোলা সম্ভব হয়নি। ইডেন গার্ডেন্সে যেমন সারা মাঠ ঢেকে রাখার ব্যবস্থা আছে, গ্রিন পার্কে তেমন কোনও ব্যবস্থা নেই। এই কারণেই ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ ভেস্তে যেতে চলেছে।

বাকি দুই দিন খেলা হবে?

কানপুর টেস্ট ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু এই দুই দিন পুরো সময় খেলা হলেও ম্যাচের ফল হওয়ার সম্ভাবনা কার্যত নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইপিএল-এ প্লেয়ার রিটেনশনের নতুন নিয়ম, সবচেয়ে বেশি লাভবান হবে সিএসকে?

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা, প্রথমবার জাতীয় দলে ময়াঙ্ক যাদব

ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার স্মৃতি ফিরল, এবার আহত তরুণ ক্রিকেটার মুশির খান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

নিম্নমানের বাঁধ মেরামতে নিম্নমানের সামগ্রী! Achintyanagar-এর বাসিন্দাদের অভিযোগ সেচ দপ্তরের বিরুদ্ধে
'তৃণমূল নেতাদের উস্কানির ফলেই এই আক্রমণ' সাগর দত্তের ঘটনায় মন্তব্য শমীক ভট্টাচার্যের | Sagar Dutta
BJP LIVE: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী অভিযোগ, দেখুন সরাসরি
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
সে কে? যার নাম শুনতেই ক্ষমা চাইলেন মীনাক্ষী, দেখুন | Minakshi Mukherjee Speech Today | Flood