নবম শ্রেণির ইংরাজি প্রশ্নপত্রে বিরাট কোহলির ছবি, উচ্ছ্বসিত অনুরাগীরা

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা। তাঁর পারফরম্যান্স তো বটেই, জীবনযাত্রাও অনুকরণযোগ্য। পরীক্ষার খাতাতেও দেখা যাচ্ছে বিরাটকে।

ক্রিকেটে বিরাট কোহলির সাফল্যের শেষ নেই। জাতীয় দলের হয়ে তো বটেই, ঘরোয়া ক্রিকেটে দিল্লি এবং আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ব্যাটার। তাঁকে নিয়ে শুধু দেশেই নয়, সারা ক্রিকেট দুনিয়াতেই চলে আলোচনা। এবার পরীক্ষার প্রশ্নেও উঠে এল বিরাটের পারফরম্যান্স। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, নবম শ্রেণির ইংরাজি প্রশ্নে বিরাটের ছবি দিয়ে সে সম্পর্কে ১০০ থেকে ১২০ শব্দ লিখতে বলা হয়েছে। এই প্রশ্ন দেখে বিরাটের অনুরাগীরা একদিকে যেমন উচ্ছ্বসিত, তেমনই আবার অনেকে আফশোসও করছেন, তাঁদের পরীক্ষার সময় কেন এই প্রশ্ন দেওয়া হয়নি। বিরাটের যে ছবিটি প্রশ্নপত্রে দেওয়া হয়েছে, সেটি ২০২২ সালের এশিয়া কাপে ভারত-আফগানিস্তান ম্যাচের। সেই ম্যাচে শতরান করেন বিরাট। দীর্ঘ অফফর্ম কাটিয়ে এশিয়া কাপেই ফর্মে ফেরেন বিরাট। এরপর টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো অসাধারণ ইনিংস ফের তাঁকে প্রতিষ্ঠা দেয়। এরপর অনেক ভালো ইনিংস খেলেছেন বিরাট। 

 

Latest Videos

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে ১৮৬ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট। ওডিআই সিরিজেও তিনি লড়াই করেছেন। এবার আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন বিরাট। খারাপ সময় কাটিয়ে ফর্মে ফেরা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি খেলার প্রতি ভালোবাসা নতুন করে আবিষ্কার করেছি। মাঠে দীর্ঘদিন ধরে যা হচ্ছিল সেটা থেকে দূরে সরে যেতে পেরেই আমি খেলার প্রতি ভালোবাসা নতুন করে আবিষ্কার করতে পেরেছি। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই কারণে ফিরে আসার উপায় খুঁজছিলাম। আমার নিজেকে মানুষ। হিসেবে খুঁজে পাওয়া সবার আগে দরকার ছিল। নিজেকে ক্রমাগত বিচার করে যাওয়া বা নিজেকে সবসময় আতসকাচের তলায় ফেলতে চাইছিলাম না। খেলা থেকে দূরে থাকার ফলে উপকার হয়। আমি নতুন করে খেলার উত্তেজনা ও খেলার প্রতি ভালোবাসা খুঁজে পাই। আমি যখন প্রত্যাবর্তন ঘটাই, তখন কোনও চাপ অনুভব করছিলাম না। সবসময়ই মনে হচ্ছিল নতুন কিছু করার সুযোগ রয়েছে।’

২ এপ্রিল এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হবেন বিরাটরা। জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মার সঙ্গে বিরাটের লড়াই দেখা যাবে। এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। এবার সেই অধরা খেতাব জিততে মরিয়া বিরাট

আরও পড়ুন-

WPL 2023: রবিবার উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনাল, শেফালির সঙ্গে লড়াই হরমনপ্রীতের

বিয়েবাড়িতে স্ত্রী রিতিকার সঙ্গে নাচ রোহিত শর্মার, সোশ্যাল মিডিয়ায় শেয়ার ভিডিও

IPL 2023: চোট পাওয়া শ্রেয়াস আইয়ারের বদলে কাকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury