ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শেষদিকে চোট পান শ্রেয়াস আইয়ার। এর ফলে তাঁর পক্ষে ওডিআই সিরিজে খেলা সম্ভব হয়নি। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়েও হয়তো খেলতে পারবেন না শ্রেয়াস।
শ্রেয়াস আইয়ারের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে এবারের আইপিএল-এ খেলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। এমনকী, জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলতে পারবেন না এই ব্যাটার। শ্রেয়াসের আইপিএল থেকে ছিটকে যাওয়া কেকেআর-এর পক্ষে বড় ধাক্কা। অন্য কোনও খেলোয়াড়কে যেমন অধিনায়ক হিসেবে বেছে নিতে হবে, তেমনই আইপিএল শুরু হওয়ার আগেই শ্রেয়াসের পরিবর্ত ক্রিকেটারও নিতে হবে কেকেআর-কে। আইপিএল-এর নিলামে অনেক খেলোয়াড়ই অবিক্রিত থেকে যান। তাঁদের মধ্যে থেকেই কাউকে শ্রেয়াসের পরিবর্ত হিসেবে দলে নিতে পারে কেকেআর। কে শ্রেয়াসের পরিবর্ত হবেন, সেটা নিয়ে জল্পনা চলছে। ক্রিকেট মহলে খবর, ৩ ক্রিকেটারের মধ্যে থেকে কাউকে দলে নিতে পারে কেকেআর। শ্রেয়াসের পরিবর্তে নতুন অধিনায়ক কে হবেন, সেটা নিয়েও জল্পনা চলছে। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল নতুন অধিনায়ক হতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কেকেআর-এর পক্ষ থেকে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
শ্রেয়াসের পরিবর্ত হিসেবে সবার আগে উঠে আসছে করুণ নায়ারের নাম। এবারের আইপিএল-এর নিলামে কর্ণাটকের এই ব্যাটারের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। কিন্তু তাঁকে কোনও দলই নেয়নি। আইপিএল-এ এখনও পর্যন্ত ৭৬টি ম্যাচ খেলে ১,১৭১ রান করেছেন নায়ার। তাঁর গড় ২৩.৭৫। এই ডানহাতি ব্যাটার আইপিএল-এ ১০টি অর্ধশতরান করেছেন। জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচে ত্রিশতরানও করেছেন নায়ার। এই কারণে তাঁকে শ্রেয়াসের পরিবর্ত হিসেবে দলে নিতে পারে কেকেআর।
কেরালার ব্যাটার সচিন বেবির নামও শ্রেয়াসের পরিবর্ত হিসেবে শোনা যাচ্ছে। এবারের আইপিএল-এর নিলামে তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। এই বাঁ হাতি ব্যাটার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। আইপিএল-এ রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন বেবি। যদিও আইপিএল-এ খুব বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি এই ব্যাটার। তিনি এখনও পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১৪৪ রান করেছেন। তাঁর গড় ১৬।
বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণও কেকেআর-এ শ্রেয়াসের পরিবর্ত হতে পারেন। স্থানীয় ক্রিকেটার হওয়ায় ইডেন গার্ডেন্সের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত অভিমন্যু। এই ব্যাটার রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতীয় এ দলের হয়েও খেলেছেন অভিমন্যু। তবে তিনি এখনও পর্যন্ত আইপিএল-এ খেলার সুযোগ পাননি। এবারের আইপিএল-এ অভিমন্যুর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তবে তাঁকে কোনও দলই নেয়নি।
আরও পড়ুন-
হার্দিক পান্ডিয়াকে নিজেদের দেশের ছেলে ভেবে অটোগ্রাফ দিয়েছিলেন কেনিয়ার ক্রিকেটাররা!
IPL 2023: চড়কাণ্ডের ১৫ বছর পর আইপিএল-এ একসঙ্গে ধারাভাষ্য হরভজন-শ্রীসন্তের
উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালে দিল্লি ক্যাপিটালস, খুশি অ্যালিস ক্যাপসি