WPL 2023: রবিবার উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনাল, শেফালির সঙ্গে লড়াই হরমনপ্রীতের

শেষপর্যায়ে পৌঁছে গিয়েছে মহিলাদের টি-২০ লিগ। প্রথম মরসুমেই জনপ্রিয় হয়ে উঠেছে ৫ দলের এই লিগ। রবিবার চূড়ান্ত লড়াইয়ে নামছে মুম্বই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন শেফালি ভার্মা। তিনিই দলের অধিনায়ক ছিলেন। এবার কি দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক হিসেবে উইমেনস প্রিমিয়ার লিগও চ্যাম্পিয়ন হতে পারবেন শেফালি? এই টি-২০ লিগে দিল্লি ক্যাপিটালস যে পারফরম্য়ান্স দেখিয়েছে এবং দলের যা শক্তি, তাতে ফাইনালেও জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী শেফালিরা। অধিনায়ক মেগ ল্যানিং, জেমাইমা রডরিগেজ, মেরিজেন ক্যাপ, অ্যালিস ক্যাপসি, শিখা পাণ্ডে, পুনম যাদবরা দলের ভরসা। ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ক্যাপসি। ফাইনালেও তাঁর কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশায় দল। শেফালিও ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখাতে চান। অধিনায়কের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে বড় স্কোর করাই শেফালির লক্ষ্য। উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে নিজেদের নাম খোদাই করতে চান দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা। আইপিএল-এ এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি ক্যাপিটালস। উইমেনস প্রিমিয়ার লিগ জিতে পুরুষ ক্রিকেটারদের টেক্কা দেওয়াই লক্ষ্য শেফালিদের।

রবিবার ফাইনালে অবশ্য দিল্লি ক্যাপিটালসের লড়াই মোটেই সহজ হবে না। কারণ, মুম্বই ইন্ডিয়ানসও চ্যাম্পিয়ন হতে তৈরি। লিগ পর্যায়ের শেষে রান রেটে দিল্লির চেয়ে পিছিয়ে থাকায় সরাসরি ফাইনালে যেতে পারেনি হরমনপ্রীত কউরের দল। এলিমিনেটর খেলতে হয় মুম্বইকে। এলিমিনেটরে অবশ্য ইউপি ওয়ারিয়র্সকে সহজেই হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে মুম্বই। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ডের পেসার ইসি উং। অসাধারণ ব্যাটিং করেছেন ন্যাট স্কিভার-ব্রান্ট। হরমনপ্রীত অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। দলকে চ্যাম্পিয়ন করতে হলে মুম্বইয়ের অধিনায়ককে ভালো পারফরমম্যান্স দেখাতে হবে। 

Latest Videos

উইমেনস প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন হরমনপ্রীত। তাঁর দলও ছন্দে ছিল। কিন্তু লিগ পর্যায়ের শেষদিকে ছন্দ হারান মুম্বইয়ের অধিনায়ক। তাঁর দলও পরপর ২ম্যাচ হেরে একটু চাপে পড়ে যায়। এই হারের ফলেই লিগ পর্যায় থেকে সরাসরি ফাইনালে পৌঁছতে পারেনি মুম্বই। ফাইনালে যদি হরমনপ্রীত চমকপ্রদ পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে তাঁর দলের জয় সহজ হতে পারে।

মুম্বইয়ের অন্যতম ভরসা অলরাউন্ডার স্কিভার-ব্রান্ট। উইমেনস প্রিমিয়ার লিগে ৫৪.৪০ গড়ে ২৭২ রান করার পাশাপাশি ৯ ম্যাচ খেলে ১০ উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। দিল্লির বিরুদ্ধে জয় পাওয়ার জন্য তাঁর উপর ভরসা করছে দল। মুম্বইয়ের অপর এক অলরাউন্ডার হেলি ম্যাথুজও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। এই অলরাউন্ডার ২৫৮ রান করার পাশাপাশি ৯ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন। ১৫ উইকেট নিয়েছেন সাইকা ইশাক। ইউপি ওয়ারিয়র্সের সোফি একক্লেস্টন ১৬ উইকেট নিয়ে সবার আগে। ফাইনালে উইকেট পেলে সর্বাধিক উইকেটশিকারী হয়ে যাবেন সাইকা। উং পেয়েছেন ১৩ উইকেট। অ্যামেলিয়া কের ১২ উইকেট পেয়েছেন। ফাইনালেও তাঁরা ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া।

আরও পড়ুন-

বিয়েবাড়িতে স্ত্রী রিতিকার সঙ্গে নাচ রোহিত শর্মার, সোশ্যাল মিডিয়ায় শেয়ার ভিডিও

IPL 2023: চোট পাওয়া শ্রেয়াস আইয়ারের বদলে কাকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স?

হার্দিক পান্ডিয়াকে নিজেদের দেশের ছেলে ভেবে অটোগ্রাফ দিয়েছিলেন কেনিয়ার ক্রিকেটাররা!

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election