উৎসবের মরসুম, টি-২০ বিশ্বকাপের মধ্যেই চলছে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। ঘরের মাঠে সাফল্য পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলা দল।
মঙ্গলবার সল্টলেকের ভিডিওকন অ্যাকাডেমি গ্রাউন্ডে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে হিমাচল প্রদেশের মুখোমুখি হচ্ছে বাংলা। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলা শিবির। ম্যাচের আগের দিন বাংলার কোচ লক্ষ্মীরতম শুক্লা বলেছেন, “আমাদের কাছে কোনও ম্যাচই সহজ। কোনও প্রতিপক্ষকেই খাটো করে দেখা যায় না, সেটা উচিতও নয়। আমরা বরাবরের মতোই প্রতিপক্ষকে কঠিন লড়াইয়ের মধ্যে ফেলে দেওয়ার করার চেষ্টা করব। মাঠে আমরা নিজেদের সেরাটা দেব, তারপর দেখি কী হয়। আমাদের দল তৈরি। ছেলেরা একসঙ্গে অনেকদিন ধরে খেলছে। ফলে দলে বোঝাপড়া ভালই আছে। ক্রিকেটাররা একে অপরকে সাহায্য করছে। সবাই দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করছে। আমাদের দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। এটা সবচেয়ে সন্তোষজনক বিষয়। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আমাদের দলে কোনও বদল হচ্ছে না। আমি স্থায়িত্বে বিশ্বাস করি। সেভাবেই দল পরিচালনা করছি।”
ভিডিওকন অ্যাকাডেমি গ্রাউন্ডের পিচ সম্পর্কে বাংলার কোচ বলেছেন, “পিচ দেখে তো আমার ভাল বলেই মনে হয়েছে। তবে নির্দিষ্ট দিনে মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়াই তো আসল ব্যাপার। ছেলেদের সেটা করতে হবে।”
অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন বাংলা দল এবারের সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের এলিট গ্রুপ ই-এর শীর্ষে ছিল। ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর টানা ৪ ম্যাচ জেতে বাংলা। চণ্ডীগড়ের কাছে অবশ্য হেরে যায় বাংলা। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকেন অভিমন্যুরা। এবার শুরু নক-আউট পর্যায়ের লড়াই। লক্ষ্মী মনে করেন, চণ্ডীগড়ের কাছে হার একদিকে ভাল হয়েছে। এতে দলে আত্মতুষ্টি আসবে না এবং দল আরও শক্তিশালী হবে।
হিমাচল প্রদেশও অবশ্য এই প্রতিযোগিতায় ভাল খেলছে। তারা এলিট গ্রুপ ডি-র শীর্ষে ছিল। অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচ খারাপ আবহাওয়ার জন্য পরিত্যক্ত হয়ে যাওয়ার পর টানা ৪ ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকে হিমাচল। ফলে দলের আত্মবিশ্বাস তুঙ্গে। টানা জয়ের মধ্যে আছে দল।
বাংলা অবশ্য ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। কোচ লক্ষ্মীও বাংলা দলের বড় শক্তি। খেলার সময় বহুবার একা লড়াই করে বাংলাকে সাফল্য এনে দিয়েছেন। এবার কোচ হিসেবেও সাফল্য এনে দিতে চান লক্ষ্মী। তাঁর গেম রিডিং এবং দলকে উজ্জীবিত করার ক্ষমতা বাংলাকে ম্যাচ জিততে সাহায্য করতে পারে।
আরও পড়ুন-
নিউজিল্যান্ড সফরে বিশ্রামে বিরাট, রোহিত, রাহুল, অধিনায়ক ধাওয়ান, হার্দিক
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে ভারত-পাকিস্তান! আলোচনা চলছে, জানালেন সাইমন ও'ডোনেল
পাকিস্তানকে ছিটকে দিতে ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছে ভারত, অভিযোগ সেলিম মালিকের