অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে ভারত-পাকিস্তান! আলোচনা চলছে, জানালেন সাইমন ও'ডোনেল

টি-২০ বিশ্বকাপে মেলবোর্নে ভারত-পাকিস্তানের দুর্দান্ত লড়াই অস্ট্রেলিয়ানদেরও মোহিত করে দিয়েছে। এবার কি সেদেশে ভারত-পাক সিরিজও দেখা যাবে?

রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে কোনও সিরিজ তো দূর, ম্যাচও খেলতে যায় না ভারতীয় দল। আগামী বছরের এশিয়া কাপ পাকিস্তানে হলে সেখানে ভারতীয় দল যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। পিসিবি কর্তারা যতই হম্বিতম্বি করুন না কেন, তাঁরা ভালভাবেই জানেন, আর্থিক শক্তিতে অনেক এগিয়ে বিসিসিআই। সেই কারণে আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষে বিসিসিআই-এর মতামত অগ্রাহ্য করা সম্ভব নয়। ফলে পাকিস্তানে এশিয়া কাপ হওয়া বিশ বাঁও জলে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ খেলে না ভারত। কিন্তু আবার ভারত-পাকিস্তান ম্যাচের ব্যবসায়িক লাভের বিষয়টিকেও উড়িয়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার সাইমন ও'ডোনেল জানিয়েছেন, ইতিবাচক দিকেই এগোচ্ছে আলোচনা। কিছুদিনের মধ্যেই এ বিষয়ে ঘোষণা করা হতে পারে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ও'ডোনেল জানিয়েছেন, “টি-২০ বিশ্বকাপে মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচটা দুর্দান্ত হয়েছে। এই একটা ম্যাচই টুর্নামেন্টের মান, উত্তেজনা, আকর্ষণ অনেক বাড়িয়ে দিয়েছে। দর্শকরা এই ম্যাচটা নিয়েই আলোচনা করে চলেছেন। নিরপেক্ষ দেশে ভারত-পাক ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৯০ হাজারেরও বেশি দর্শক। সেদিন স্টেডিয়ামে অবিশ্বাস্য আবেগ দেখা যাচ্ছিল। ম্যাচের সময় টানটান উত্তেজনা, বিভিন্ন অসাধারণ দৃশ্য, চাপ সবাইকে নাড়িয়ে দিয়েছে। এই ম্যাচ নিয়ে যে ধরনের আলোচনা চলছে, তাতে একটা বিষয় পরিষ্কার, অস্ট্রেলিয়ায় ভারত-পাক টেস্ট সিরিজ হলে সেটাও সফল হবে। অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় ওডিআই সিরিজ আয়োজন করা যেতে পারে। তারপর ভারত-পাক টেস্ট সিরিজ নিয়ে আলোচনা হতে পারে।”

Latest Videos

ও'ডোনেল আরও বলেছেন, “টি-২০ বিশ্বকাপে মেলবোর্নের ম্যাচটার পরেই অস্ট্রেলিয়ায় ভারত-পাক সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। এই আলোচনা যাতে বাস্তবায়িত হয়, সবারই সেই চেষ্টা করা উচিত। না হলে টি-২০ বিশ্বকাপের এই সফল ম্যাচটি বিস্মৃতির অতলে চাপা পড়ে যাবে। এই সাফল্যকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

২০১২ সালের পর আর ভারত-পাক সিরিজ হয়নি। গত এক দশকে দু'দশকে এই দুই দল মুখোমুখি হয়েছে শুধু আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপে। অনেকদিন ধরেই সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত ভারত-পাক সিরিজ আয়োজনের বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি।

আরও পড়ুন-

পাকিস্তানকে ছিটকে দিতে ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছে ভারত, অভিযোগ সেলিম মালিকের

পাকিস্তানের আশা শেষ করে দিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারে ক্ষুব্ধ শোয়েব আখতার

কোমরে চোট, বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবেন না দীনেশ কার্তিক, সুযোগ পাচ্ছেন ঋষভ পন্থ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today