Syed Mushtaq Ali Trophy 2025: সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই জয় পেল বাংলা (syed mushtaq ali trophy 2025)। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার, গুজরাতকে তিন উইকেটে হারাল বাংলা ক্রিকেট দল (Bengal vs Gujarat)।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার, মুখোমুখি হয় বাংলা বনাম গুজরাত। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। আর শুরু থেকেই বেকায়দায় পড়ে যায় গুজরাত। ওপেনার আর্য দেশাই প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৮ রানে। দলের আরেক ওপেনার তথা গুজরাতের অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার উর্ভিল প্যাটেল করেন ২০ রান, উমাং কুমার কোনও রান পাননি, অভিষেক দেশাইয়ের ঝুলিতে ১৬ রান এবং সৌরভ চৌহানের সংগ্রহে ১১ রান।
তবে বিশাল জয়সওয়াল কিছুটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ৩৬ রান। এছাড়া হেমাঙ্গ প্যাটেল ১০ রান, রিপাল প্যাটেল ৯ রান, হর্ষল প্যাটেল ১ রান, রবি বিষ্ণোই ২ রান এবং আরজান নাগওয়াসওয়ালা ১ রান যোগ করেন স্কোরবোর্ডে। ১৮.৩ ওভারে, মাত্র ১২৭ রান তুলতে সক্ষম হয় গুজরাত।
বাংলার হয়ে ৩ উইকেট নেন সাক্ষিম চৌধুরী, ২ উইকেট পান মহম্মদ শামি এবং সায়ন ঘোষ। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন ঋত্বিক চ্যাটার্জী ও করণ লাল। জবাবে ব্যাট করতে নেমে, কিছুটা বেগ পেতে হয় বাংলাকে। তবে লক্ষ্যমাত্রা কম থাকায় ম্যাচ বের করে নেন অভিমন্যু ঈশ্বরণরা।
দলের উইকেটকিপার-ব্যাটার তথা ওপেনার অভিষেক পোড়েল করেন ১৪ রান এবং করণ লালের ঝুলিতে ১৭ রান। তবে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। এছাড়া শাকির হাবিব গান্ধীর সংগ্রহে ১৮ রান, সুদীপ কুমার ঘরামির ঝুলিতে ৪ রান এবং ঋত্বিক চ্যাটার্জি ২ রান যোগ করেন স্কোরবোর্ডে। প্রদীপ্তা প্রামাণিক করেন ৬ রান।
শাহবাজ আহমেদ ১৯ রানে এবং সাক্ষিম চৌধুরী ৮ রানে শেষপর্যন্ত, অপরাজিত থাকেন। ১৮.৫ ওভারেই, ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে নেয় বাংলা। আর সেই সুবাদেই, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে, গুজরাতকে তিন উইকেটে হারাল বাংলা তারা। ম্যাচের সেরা সাক্ষিম চৌধুরী।
বাংলাঃ অভিষেক পোড়েল (উইকেটকিপার-ব্যাটার), করণ লাল, শাকির হাবিব গান্ধী, অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, ঋত্বিক চ্যাটার্জি, সাক্ষিম চৌধুরী, সায়ন ঘোষ, মহম্মদ শামি, প্রদীপ্ত প্রামাণিক
গুজরাতঃ আর্য দেশাই, উর্ভিল প্যাটেল (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), উমাং কুমার, অভিষেক দেশাই, সৌরভ চৌহান, বিশাল জয়সওয়াল, হেমাঙ্গ প্যাটেল, রিপাল প্যাটেল, হর্ষল প্যাটেল, রবি বিষ্ণোই, আরজান নাগওয়াসওয়ালা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।