'বিদেশ সফরে গেলেই ক্রিকেটাররা নেশা করেন,' বিস্ফোরক রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা

Published : Dec 12, 2025, 03:52 PM ISTUpdated : Dec 12, 2025, 04:03 PM IST
Rivaba Jadeja on Indian Players

সংক্ষিপ্ত

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) স্ত্রী রিভাবা জাডেজা (Rivaba Jadeja)। তাঁর মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে।

DID YOU KNOW ?
রাজনীতিবিদ রিভাবা
রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা একজন রাজনীতিবিদ। তিনি গুজরাটে বিজেপি বিধায়ক নির্বাচিত হয়েছেন।

Rivaba Jadeja: স্বামী রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) কোনওরকম নেশার দ্রব্য গ্রহণ করেন না বলে দাবি করলেও, ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অন্য সদস্যদের নানা ধরনের আসক্তি রয়েছে বলে দাবি করলেন রিভাবা জাডেজা। তাঁর দাবি, বিদেশ সফরে গেলেই ভারতীয় ক্রিকেটাররা নানা ধরনের নেশার বস্তু গ্রহণ করেন। এক অনুষ্ঠানে রিভাবা বলেছেন, ‘আমার স্বামী ক্রিকেটার রবীন্দ্র জাডেজা ক্রিকেট খেলার জন্য লন্ডন (London), দুবাই (Dubai), অস্ট্রেলিয়ার (Australia) মতো দেশে যান। কিন্তু তা সত্ত্বেও তিনি এখনও পর্যন্ত কোনও নেশার দ্রব্য গ্রহণ করেননি বা কোনওরকম অপকর্মের সঙ্গে যুক্ত হননি। কারণ, তিনি নিজের দায়িত্ব বোঝেন। দলের বাকিরা সবাই নানা ধরনের নেশা ও আসক্তির সঙ্গে যুক্ত থাকলেও, কেউ তাঁদের বাধা দেন না। নেশা করার বিষয়ে তাঁদের উপর কোনওরকম বিধিনিষেধ নেই।’

কী ধরনের নেশা করেন ক্রিকেটাররা?

রিভাবার অভিযোগই প্রথম নয়, এর আগেও বিদেশ সফরে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। মদ্যপান করা, অশ্লীল ছবি দেখার মতো অভিযোগ উঠেছে। কিন্তু এর আগে কেউ এভাবে প্রকাশ্যে মুখ খোলেননি। রিভাবা এবার যে দাবি করলেন, তার পরিপ্রেক্ষিতে ক্রিকেটারদের ভাবমূর্তি প্রশ্নের মুখে। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

 

বিতর্কে কে এল রাহুল

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour of West Indies, 2016) গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন কে এল রাহুল (KL Rahul)। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ছবি শেয়ার করেন। সেই ছবিতে দেখা যায়, এই ব্যাটারের হাতে বিয়ারের বোতল। এই ছবি নিয়ে ক্রিকেট মহলে চাঞ্চল্য তৈরি হয়। এরপর নড়েচড়ে বসে বিসিসিআই (BCCI)। ক্রিকেটারদের বলা হয়, সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কারণ, ক্রিকেটাররা অসংখ্য শিশুর কাছে আদর্শ। এই কারণে তাঁদের নৈতিকতা বজায় রাখা উচিত। কিন্তু প্রায় এক দশক পর রিভাবার মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার নেশা নিয়ে সরব কোনও ক্রিকেটারের স্ত্রী।
জাতীয় দলের হয়ে এখনও খেলছেন এরকম কোনও ক্রিকেটারের স্ত্রী প্রথমবার বিদেশ সফরের সময় নেশা করার অভিযোগ আনলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: তৃতীয় টি-২০ ম্যাচে বাদ পড়তে পারেন শুভমান? ফিরছেন স্যামসন
T20 World Cup Tickets Booking: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়! কীভাবে বুক করবেন?