সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২০ ওভারে ৩৪৯! টি-২০ ফর্ম্যাটে বিশ্বরেকর্ড বরোদার

Published : Dec 05, 2024, 04:57 PM ISTUpdated : Dec 05, 2024, 05:24 PM IST
Bhanu Pania

সংক্ষিপ্ত

আইপিএল চালু হওয়ার পর থেকে টি-২০ ফর্ম্যাটে ক্রমাগত উন্নতি করে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিও টি-২০ ফর্ম্যাটে হচ্ছে।

স্বীকৃত প্রতিযোগিতামূলক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রান করে বিশ্বরেকর্ড গড়ল বরোদা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সিকিমের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৪৯ রান করল বরোদা। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫১ বলে ১৩৪ রানের বিস্ফোরক ইনিংস খেললেন ভানু পানিয়া। তাঁর ইনিংসে ছিল ১৫টি ওভার-বাউন্ডারি এবং ৫টি বাউন্ডারি। বরোদার ওপেনার অভিমন্যুসিং রাজপুত ১৭ বলে ৫৩ রান করেন। অপর ওপেনার শাশ্বত রাওয়াত ১৬ বলে ৪৩ রান করেন। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৭ বলে ৫৫ রান করেন শিবালিক শর্মা। উইকেটকিপার বিষ্ণু সোলাঙ্কি ১৬ বলে ৫০ রান করেন। সিকিমের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দেন সুনীল প্রসাজ রোশন কুমার। তিনি ৪ ওভার বোলিং করে ৮১ রান দিয়ে ২ উইকেট নেন। অধিনায়ক লি ইয়ং লেপচা ২ ওভার বোলিং করে ৫৫ রান দেন।

২৬৩ রানে জয় বরোদার

সিকিমের পক্ষে ২০ ওভারে ৩৫০ রান করা সম্ভব ছিল না। ২০ ওভারে ৭ উইকেটে ৮৬ রান করেই থেমে যায় সিকিম। ফলে ২৬৩ রানে জয় পেল বরোদা। সিকিমের ৪ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। বরোদার হয়ে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন মহেশ পিঠিয়া। ১৪ রান দিয়ে ২ উইকেট নেন নিনাদ রাঠভা।

হার্দিক পান্ডিয়াকে বাদ দিয়েই জয় বরোদার

এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়ে খেলছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি অবশ্য সিকিমের বিরুদ্ধে খেলেননি। হার্দিকের ভাই ক্রুণাল পান্ডিয়া এই ম্যাচে বরোদার অধিনায়ক হিসেবে খেলেন। তিনি ৪ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ৮ রান দিয়ে ১ উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অ্যাডিলেড টেস্টে কি ওপেনই করবেন কে এল রাহুল? কী জানালেন রোহিত শর্মা?

অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্সের পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাবেন না এই তারকা!

বিরাট কোহলির মনের কথা জেনে গেলেন! পাকিস্তান সফর নিয়ে আজব দাবি শোয়েব আখতারের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?