সংক্ষিপ্ত
শুক্রবার অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে দলে ফিরছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ব্যক্তিগত স্বার্থ নয়, দলের সাফল্যের লক্ষ্যে যা করা উচিত বলে মনে করছেন ঠিক সেটাই করছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অ্যাডিলেড টেস্ট ম্যাচে তিনি দলে ফিরলেও, পারথ টেস্টের সফল ওপেনিং জুটি ভাঙা হচ্ছে না। কে এল রাহুলকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না। তিনিই যশস্বী জয়সোয়ালের সঙ্গে ওপেন করবেন। নিজে ওপেনিং পজিশন থেকে মিডল অর্ডারে সরে যাচ্ছেন রোহিত। শুক্রবার শুরু হচ্ছে অ্যাডিলেড টেস্ট ম্যাচ। তার আগের দিন ভারতের অধিনায়ক বলেছেন, 'হ্যাঁ, কে এল রাহুল ব্যাটিং ওপেন করবে। আমি মিডল অর্ডারে ব্যাটিং করব। আমরা ম্যাচ জিততে চাই। এই কারণে আমি নীচের দিকে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে যাচ্ছে, আমরা সাফল্য চাই। ওরা দু'জন গত টেস্ট ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে। এই কারণেই ওদের ফের সুযোগ দেওয়া হচ্ছে।'
দৃষ্টান্ত স্থাপন রোহিতের
অতীতে দেখা গিয়েছে, ভারতীয় দলের অধিনায়ক কোনও ম্যাচে খেলতে না পারলে, পরের ম্যাচে যখন দলে ফিরেছেন, তখন কোনও জুনিয়র খেলোয়াড়কে জায়গা ছেড়ে দিতে হয়েছে। মহেন্দ্র সিং ধোনি যখন অধিনায়ক ছিলেন, তখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ম্যাচে শতরান করার পরের ম্যাচেই মনোজ তিওয়ারিকে বাদ পড়তে হয়েছিল। ধোনি দলে ফেরায় জায়গা ছেড়ে দিতে হয় মনোজকে। কিন্তু এবার রোহিত দলে ফিরলেও, সফল ওপেনিং জুটি ভাঙলেন না। তিনি ওপেনার হিসেবে সাফল্য পেয়েছেন। কিন্তু এবার রাহুল-যশস্বী ভালো ফর্মে থাকায় তাঁদের উপরেই ভরসা করছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
রাহুলের প্রশংসায় রোহিত
রাহুলের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘আমি বাড়িতে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে কে এল-এর ব্যাটিং দেখছিলাম। ওর ব্যাটিং দেখতে দারুণ লেগেছিল। আমার মনে হয়েছে, ওর ব্যাটিং অর্ডারে বদল আনার কোনও দরকার নেই। ভবিষ্যতে হয়তো হতে পারে। সেটা কবে আমি জানি না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আইপিএল-এ কোন পজিশনে ব্যাটিং করবেন ঋষভ পন্থ? বড় ইঙ্গিত সঞ্জীব গোয়েঙ্কার
অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্সের পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাবেন না এই তারকা!
বিরাট কোহলির মনের কথা জেনে গেলেন! পাকিস্তান সফর নিয়ে আজব দাবি শোয়েব আখতারের