অভিষেক পোড়েলের বিস্ফোরক ইনিংস, রাজস্থানকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

Published : Dec 05, 2024, 06:07 PM ISTUpdated : Dec 05, 2024, 06:22 PM IST
Abishek Porel

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের জন্য এখনও ভারতীয় দলে ডাক পাননি। তবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি।

অভিষেক পোড়েলের অসাধারণ ব্যাটিং এবং মহম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ের সুবাদে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি-২০ টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল বাংলা। বৃহস্পতিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়ে জয় পেল বাংলা। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করে রাজস্থান। সর্বাধিক ৪৬ রান করেন কার্তিক শর্মা। অধিনায়ক মহীপাল লোমরোর করেন ৪৫ রান। ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন শামি। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন শাহবাজ আহমেদ। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন সায়ন ঘোষ। ২ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়। এরপর ব্যাটিং করতে নেমে ৯ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে জয় নিশ্চিত করে বাংলা।

অভিষেকের বিস্ফোরক ব্যাটিং

বাংলার হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে ৪৮ বলে ৭৮ রান করেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি এবং ৪টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার করণ লাল অবশ্য ৪ রান করেই আউট হয়ে যান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৫ বলে ৫০ রান করেন সুদীপ। ১৮ রান করে অপরাজিত থাকেন শাহবাজ।

কবে অস্ট্রেলিয়া সফরে যাবেন শামি?

চোট সারিয়ে মাঠে ফিরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো বোলিং করছেন শামি। রঞ্জি ট্রফির পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভালো বোলিং করছেন এই পেসার। তিনি যতদিন না জাতীয় দলে ডাক পাচ্ছেন ততদিন বাংলার হয়ে খেলবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২০ ওভারে ৩৪৯! টি-২০ ফর্ম্যাটে বিশ্বরেকর্ড বরোদার

অ্যাডিলেড টেস্টে কি ওপেনই করবেন কে এল রাহুল? কী জানালেন রোহিত শর্মা?

অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্সের পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাবেন না এই তারকা!

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?