প্রথম দল হিসেবে ওডিআই, টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইংল্যান্ড

রবিবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। ভারতের স্বপ্নভঙ্গ করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে, নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর ২০১১ সালে ওডিআই বিশ্বকাপও জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। কিন্তু তার মাঝে ২০০৯ ও ২০১০ সালে টি-২০ বিশ্বকাপ হয়ে গিয়েছে। ফলে একইসঙ্গে টি-২০ এবং ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার তকমা দখল করতে পারেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়া ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ জেতার পর ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এর মাঝে ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ এবং ইংল্যান্ড ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ জেতে। ফলে কোনও দলের পক্ষেই পরপর টি-২০ এবং ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়নি। এবার সেটাই করতে দেখাতে চাইছে ইংল্যান্ড। রবিবার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতাই জস বাটলার, অ্যালেক্স হেলসদের লক্ষ্য। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের লড়াই অবশ্য মোটেই সহজ হবে না। ইংল্যান্ডের ক্রিকেটাররা যতই ভাল ফর্মে থাকুন না কেন, সুপার ১২ থেকেই ছিটকে যাওয়ার অবস্থায় চলে গিয়ে ঘুরে দাঁড়িয়ে প্রথমে সেমি ফাইনাল, তারপর ফাইনালে পৌঁছে যাওয়া পাক শিবির খালি হাতে দেশে ফিরতে নারাজ। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় ওডিআই বিশ্বকাপ জেতার ৩০ বছর পর এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া বাবর আজমরা।

এবারের টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই ভাল খেলছে ইংল্যান্ড দল। সেমি ফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছেন বাটলার, হেলসরা। ইংল্যান্ডের দুই ওপেনারই দুর্দান্ত ছন্দে আছেন। অন্যদিকে, পাকিস্তান প্রথম ২ ম্যাচে হেরে যাওয়ার পর থেকে সব ম্যাচই জিতেছে। সেমি ফাইনালে গতবারের রানার্স কিউয়িদের বিরুদ্ধে দাপট দেখিয়ে জিতেছেন বাবর, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা। পাক সমর্থকদের আশা, তাঁদের প্রিয় দলই এবার চ্যাম্পিয়ন হবে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে ইংল্যান্ড। এ বছরের সেপ্টেম্বরেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ৪-৩ ফলে জিতেছে ইংল্যান্ড। এই রেকর্ডই ইংল্যান্ডকে এগিয়ে রাখছে।

Latest Videos

পাক অধিনায়ক বাবর সেমি ফাইনালে ভাল খেলেছেন। আফ্রিদি, শান মাসুদ, শাদাব খান, নাসিম শাহরাও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। এটাই পাক শিবিরকে আশায় রাখছে। অন্যদিকে, ইংল্যান্ডের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। ফিটনেস সংক্রান্ত সমস্যায় সেমি ফাইনালে খেলতে পারেননি পেসার মার্ক উড। তাঁর বদলে খেলার সুযোগ পেয়ে ভাল পারফরম্যান্স দেখান ক্রিস জর্ডান। ফলে আত্মবিশ্বাসে ভরপুর ইংরেজরা। 

রবিবার হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটদুনিয়া। ভারত-পাক লড়াই না হলেও, ভাল ম্যাচ হবে বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন-

ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হার, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

টপ অর্ডার দ্রুত রান করতে না পারাতেই হারতে হয়েছে ভারতকে, রোহিতের সমালোচনায় সেহবাগ

টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের দৌড়ে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today