দলে কোনও বদল নেই, টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং পাকিস্তানের

বৃষ্টির আশঙ্কার মধ্যেই হচ্ছে টি-২০ বিশ্বকাপ ফাইনাল। বৃষ্টির কথা মাথায় রেখে রিজার্ভ ডে-র ব্যবস্থা করা হয়েছে।

টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে ইংল্যান্ড দলে কোনও বদল করা হয়নি। পাকিস্তান দলেও কোনও বদল করা হয়নি। ইংল্যান্ড দল- জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ। পাকিস্তান দল- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। দর্শকদের আশা, এদিন ম্যাচের সময় বৃষ্টি হবে না এবং দুই দলের ইনিংস মিলিয়ে পুরো ৪০ ওবারই খেলা হবে। দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় এমসিজি-র গ্যালারিতে বহু দর্শক হাজির হয়েছেন।

টসে জিতে ইংল্যান্ডের অধিনায়ক বলেন, 'আমরা প্রথমে বোলিং করব। টি-২০ বিশ্বকাপ ফাইনাল অনেক বড় ম্যাচ। আমাদের দলের সবাই এখনও পর্যন্ত স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। দলের সবাই এই ম্যাচের আগে মানসিকভাবে তরতাজা আছে। প্রচুর দর্শক এই ম্যাচ দেখতে এসেছেন। আশা করি দুর্দান্ত ম্যাচ হবে। ফাইনালের আগে দু'দলই অসাধারণ ফর্মে আছে। আমাদের মনে হচ্ছে ফাইনালে কঠিন লড়াই হবে। উইকেটে দেখে ভাল বলেই মনে হল। আশা করি আমরা যখন ব্যাটিং করব তখনও উইকেটের অবস্থা ভালই থাকবে। আবহাওয়া নিয়ে কিছুটা আশঙ্কা আছেই। সেই কারণে আমরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি। সেমি ফাইনাল অতীত। এই ম্যাচে আমরা নতুন করে খেলা শুরু করছি। সেমি ফাইনালে আমরা দুর্দান্ত জয় পেয়েছি। সেটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। কিন্তু এই ম্যাচে সেটা কোনও পার্থক্য গড়ে দেবে না। জিততে গেলে আমাদের ভাল খেলতে হবে। আমাদের দলে কোনও বদল হয়নি। সেমি ফাইনালে যারা খেলেছিল তারাই এদিন খেলছে।'

Latest Videos

টসে হেরে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, 'আমরা টসে জিতলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতাম। কিন্তু টস আমাদের হাতে নেই। আমরা এখন বড় স্কোর করে ওদের উপর চাপ তৈরি করার চেষ্টা করব। আমাদের দল ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সেই ফর্ম ধরে রাখার চেষ্টা করব। আমরা এই প্রতিযোগিতায় প্রথম দুটো ম্যাচ হেরেছি কিন্তু তারপর দারুণভাবে ফিরে এসেছি। ফাইনালেও সেভাবেই খেলার চেষ্টা করব। আমরা নিজেদের ১০০ শতাংশ দেব। আশা করি ১৯৯২ সালের পুনরাবৃত্তি হবে। আমরা এই ম্যাচ জিতে ট্রফি পাওয়ার চেষ্টা করব। আমাদের দলে কোনও বদল হয়নি।'

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপ ফাইনালে বৃষ্টির আশঙ্কা, খেলা গড়াতে পারে রিজার্ভ ডে-তে

৩ দশকের পুরনো হিসেব মেটানোর লড়াই ইংল্যান্ডের, ফের জয়ের লক্ষ্যে পাকিস্তান

জন্মদিনের পার্টিতে দুর্ঘটনা, পা ভেঙে ৩ মাস মাঠের বাইরে ম্যাক্সওয়েল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury