টি-২০ বিশ্বকাপে স্বপ্নের ফর্ম, সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি

Published : Nov 02, 2022, 03:38 PM ISTUpdated : Nov 02, 2022, 04:08 PM IST
Virat Kohli Six

সংক্ষিপ্ত

এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অসাধারণ ফর্মে বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধেও অসাধারণ ব্যাটিং করলেন তিনি।

টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। বুধবার অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়লেন বিরাট। ভারতের ইনিংসের সপ্তম ওভারে তাসকিন আহমেদের বল মিড উইকেটে ফ্লিক করে এক রান নিয়ে এই নজির গড়েন বিরাট। এতদিন টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের। তিনি করেন ১,০১৬ রান। এদিন সেই রান টপকে গেলেন বিরাট। তিনি চলতি টি-২০ বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে। ৪ ম্যাচ খেলে ৩টিতেই অপরাজিত থাকলেন বিরাট। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬২ রান করে অপরাজিত থাকেন বিরাট। এরপর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি করেন ১২ রান। বাংলাদেশের বিরুদ্ধে ৬৪ রান করে অপরাজিত থাকলেন এই ব্যাটার। তিনি যেভাবে ব্যাটিং করছেন, তাতে আরও অনেক রেকর্ডই ভেঙে দেবেন বলে আশা ক্রিকেটপ্রেমীদের।

এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ২৩ ইনিংসে ব্যাট করেছেন বিরাট। তার মধ্যেই তিনি সবেচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে ফেললেন। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ১২টি অর্ধশতরান করেছেন বিরাট। জয়বর্ধনে ১,০১৬ রান করতে নেন ৩১ ইনিংস। বিরাট অনেক কম ইনিংসে এই রান টপকে গিয়েছেন। জয়বর্ধনে অবশ্য বিরাটের চেয়ে কম বল খেলেন। তিনি টি-২০ বিশ্বকাপে ৭৫৪ বল খেলেন। সেখানে বিরাট রেকর্ড গড়ার পথে খেলেন ৭৭৩ বল।

এবার পঞ্চম টি-২০ বিশ্বকাপ খেলছেন বিরাট। ২০০৯ সালে তিনি প্রথমবার এই প্রতিযোগিতায় খেলেন। তারপর থেকে যতবার টি-২০ বিশ্বকাপ হয়েছে, প্রতিবারই খেলেছেন বিরাট। তিনি ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। ২০১৪ ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে বিরাটই সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরষদের টি-২০ বিশ্বকাপে বিরাটই একমাত্র ক্রিকেটার, যিনি দু'বার প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি এখনও পর্যন্ত ৬টি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই রেকর্ডও অন্য কোনও ক্রিকেটারের নেই।

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভাল খেলেন বিরাট। এবারও তার ব্যতিক্রম হয়নি। বুধবার বাংলাদেশের বিরুদ্ধেও অসামান্য ব্যাটিং করলেন তিনি। তাঁর ও কে এল রাহুলের অসাধারণ অর্ধশতরানের সুবাদে বড় স্কোর করেছে ভারত। এবার ভারতীয় দলকে এই ম্যাচ জেতানোর দায়িত্ব বোলারদের। 

আরও পড়ুন-

টানা ব্যর্থতার পর ফর্মে ফিরলেন রাহুল, বাংলাদেশের বিরুদ্ধে বড় স্কোর ভারতের

টি-২০ ম্যাচে দু'দল মিলিয়ে ৫০১ রান! বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রতিযোগিতায়

দল নয়, নিজের কথাই ভাবছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, তোপ গৌতম গম্ভীরের

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর