বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং, বড় রানের লক্ষ্যে ভারতীয় দল

Published : Nov 02, 2022, 01:51 PM ISTUpdated : Nov 02, 2022, 02:09 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

পরিস্থিতির বিচারে এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচই ভারতীয় দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচে প্রথম ব্যাটিং করছে ভারতীয় দল।

অ্যাডিলেড ওভালে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। এদিন টসে জেতেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলে ব্যাটিং করছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েও ব্যর্থ হওয়া দীপক হুডার বদলে দলে এসেছেন বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল। এই ম্যাচে ভারতীয় দল- কে এল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও আর্শদীপ সিং। বাংলাদেশও এই ম্যাচে একটি বদল করেছে। সৌম্য সরকারের বদলে দলে এসেছেন শরিফুল ইসলাম। বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, শাকিব আল-হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

এদিন টসে হেরে ভারতের অধিনায়ক রোহিত বলেন, “আমরা টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতাম। স্কোরবোর্ডে বড় রান থাকলে দলের কাজটা সহজ হয়ে যায়। বড় স্কোর সবসময় জরুরি। আমরা ভাল ব্যাটিং করার চেষ্টা করব। এই ফর্ম্যাটে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা গত ম্যাচে একেবারেই ভাল খেলতে পারিনি। আশা করি এই ম্যাচে ভাল খেলতে পারব আর ২ পয়েন্ট পাব। মাঠ, পরিবেশ-পরিস্থিতি দেখে ভাল লাগছে। আবহাওয়াও খুব ভাল আছে। আমাদের দলে একটি বদল হয়েছে। হুডার বদলে দলে এসেছে অক্ষর।”

টসে জিতে বাংলাদেশের অধিনায়ক শাকিব বলেন, “আমরা প্রথমে বোলিং করব। এই ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আমরা জানি না এই উইকেটে কত স্কোর করলে জয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে। আমরা জয়ের জন্য তৈরি হয়েই মাঠে নেমেছি। ছেলেরা সবাই ভালভাবে প্রস্তুতি নিয়েছে। আমাদের এই দলের সবাই অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। আমাদের ভাল পারফরম্যান্স বজায় রাখতে হবে। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।আমাদের দলে একটি বদল হয়েছে। সরকার খেলছে না। ওর বদলে দলে এসেছে শরিফুল ইসলাম।”

টি-২০ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ এর আগে হয়েছে তিনবার। সব ম্যাচই জিতেছে ভারত। সেই রেকর্ডের কথা মাথায় রেখে আজও জয়ের আশায় ভারতের সমর্থকরা। বিরাট-রোহিতরাও এই ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। 

আরও পড়ুন-

টি-২০ ম্যাচে দু'দল মিলিয়ে ৫০১ রান! বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রতিযোগিতায়

রান আউটের সুযোগ, ক্যাচ ফস্কালে জেতা সম্ভব নয়, বিরাট-রোহিতদের সমালোচনায় কপিল দেব

টি-২০ ফর্ম্যাটে ভারত-বাংলাদেশ লড়াইয়ে অতীত রেকর্ড কোন দলের পক্ষে?

PREV
click me!

Recommended Stories

অ্যাশেজ ২০২৫-২৬: টেস্টে উইকেট সংখ্যায় গ্লেন ম্যাকগ্রাথকে ছাপিয়ে গেলেন নাথান লিয়ন
আইপিএল ২০২৬: কাশ্মীর থেকে এসে বাংলার হয়ে খেলছেন, রাজস্থান রয়্যালসে সুযোগ পেলেন ব্রিজেশ