আইসিসি টুর্নামেন্টে কেন বারবার ব্যর্থ হচ্ছে ভারতীয় দল? কয়েকজন ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও, দল হিসেবে কি ভাল খেলতে পারছে না ভারত?
২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে একের পর এক সাফল্য পেয়েছিল ভারতীয় দল। কিন্তু সেখানেই শেষ। ৯ বছর হয়ে গেল আইসিসি টুর্নামেন্টে আর সাফল্যের দেখা নেই। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১৯ ওডিআই বিশ্বকাপ, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-২০ বিশ্বকাপ ২০২১-এর পর এবারের টি-২০ বিশ্বকাপও জিততে পারলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও হেরে যায় ভারত। কিন্তু ২০১৬ ও এবারের টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালেই শেষ হয়ে গেল ভারতীয় দলের অভিযান। গতবারের টি-২০ বিশ্বকাপে অবশ্য সেমি ফাইনালেও যেতে পারেনি ভারত। বারবার কেন বড় প্রতিযোগিতায় ব্যর্থ হচ্ছে ভারতীয় দল? কোথায় সমস্যা হচ্ছে? এ বিষয়ে নানা মন্তব্য করছেন প্রাক্তন ক্রিকেটাররা। সবার মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট, ভারতীয় ক্রিকেটে সংস্কার দরকার।
এবারের টি-২০ বিশ্বকাপের আগেই চোটের জন্য পেসার জসপ্রীত বুমরা ছিটকে যাওয়ায় ধাক্কা খায় ভারতীয় দল। এই পেসার খেলতে না পারায় দলে নেওয়া হয় ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, আর্শদীপ সিং ও হর্ষল প্যাটেলকে। স্পিনার হিসেবে দলে নেওয়া হয় রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহালকে। এছাড়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ছিলেন। তরুণ আর্শদীপ সিং এই প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন। কিন্তু ভুবনেশ্বর, অশ্বিন, অক্ষররা মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। শামির পারফরম্যান্স মাঝারি মানের। আর্শদীপ ছাড়া আর কোনও বোলারই দলকে ভরসা দিতে পারেননি। এর ফলেই হারতে হল ভারতীয় দলকে।
এবারের টি-২০ বিশ্বকাপে কোনও ম্যাচেই ভুবনেশ্বর, অশ্বিনরা বিপক্ষের ব্যাটারদের উপর চাপ তৈরি করতে পারেননি। ভারতীয় দল ৬ ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছে। জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডস ম্যাচ বাদ দিয়ে আর কোনও ম্যাচেই বিপক্ষ দলকে কম রানে বেঁধে রাখতে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার বোলাররা পারথের যে পিচে বিরাট, রোহিত, কে এল রাহুলদের দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে দেন, সেই পিচেই ভারতের বোলাররা বিশেষ কিছু করতে পারেননি। সেমি ফাইনালে ইংল্যান্ডের বোলাররা ভাল পারফরম্যান্স দেখালেও, ভুবনেশ্বর, শামি, অশ্বিন, অক্ষররা চরম ব্যর্থ। এর ফলেই এই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল ভারতকে। আর্শদীপ তরুণ বোলার কিন্তু বাকিরা তো অভিজ্ঞ? তাঁরা কেন এভাবে ব্যর্থ হলেন, এই প্রশ্নটাই এখন ভারতীয় ক্রিকেটমহলে বড় হয়ে দেখা দিয়েছে।
আরও পড়ুন-
আইপিএল-এ যারা চাপ সামলাতে পারে তারা কেন আন্তর্জাতিক ক্রিকেটে পারছে না, প্রশ্ন রোহিতের
ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হার, টি-২০ বিশ্বকাপে ভারতের দৌড় শেষ
ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হার, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের