আইপিএল-এ যারা চাপ সামলাতে পারে তারা কেন আন্তর্জাতিক ক্রিকেটে পারছে না, প্রশ্ন রোহিতের

Published : Nov 10, 2022, 06:03 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে অসহায়ের মতো ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ করলেন ভারতের ব্যাটাররা। ১০ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে চলে গেল ইংল্যান্ড।

১৫ বছর পর ফের টি-২০ বিশ্বকাপ জিতবে ভারত, রবিবার দেশজুড়ে উৎসব হবে। এই আশাতেই ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়ে অক্লেশে ১০ উইকেটে ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপ ফাইনালে চলে গেল ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান, যাদের এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল ভারত। সেদিন কঠিন লড়াইয়ে জয় এসেছিল, কিন্তু সেমি ফাইনালে লজ্জাজনকভাবে হেরে গেল ভারতীয় দল। এদিন হারের জন্য দায়ী মূলত বোলাররা। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার লড়াকু ইনিংসের সুবাদে ভদ্রস্থ স্কোর করেছিল ভারত। কিন্তু ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামল, তখন ভারতের কোনও বোলারই দাগ কাটতে পারলেন না। আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোনের মতো স্পিনাররা পিচ থেকে সাহায্য পেলেন। কিন্তু অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলরা কিছুই করতে পারলেন না। ইংল্যান্ডের পেসাররা উইকেট থেকে বাউন্স, স্যুইং আদায় করে নিলেন। কিন্তু ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিরা পিচের ফায়দা নিতে পারলেন না। ফলে অনায়াসেই জয় পেল ইংল্যান্ড।

এই হারের পর ভারতের অধিনায়ক রোহিত বললেন, 'আমরা অত্যন্ত হতাশ। আমরা শেষদিকে ভাল ব্যাটিং করে লড়াই করার মতো স্কোর করেছিলাম। কিন্তু আমরা ভাল বোলিং করতে পারলাম না। আমাদের বোলাররা এদিন একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারল না। নক-আউট ম্যাচে চাপ সামাল দেওয়াই আসল। দলের সবাই সেটা বোঝার মতো যথেষ্ট ক্রিকেট খেলেছে। এই ছেলেরাই আইপিএল-এ চাপের মুখে খেলেছে। মাথা ঠান্ডা রাখাই আসল ব্যাপার। আমরা ফিল্ডিং করার সময় শুরু থেকেই স্নায়ুর চাপে ভুগছিলাম। তবে ইংল্যান্ডের ওপেনারদেরও কৃতিত্ব দিতে হবে। ওরা ওরা খুব ভাল খেলেছে।'

দলের বোলিং প্রসঙ্গে রোহিত আরও বলেছেন, 'ভুবি (ভুবনেশ্বর কুমার) যখন প্রথম ওভারে বল করল, তখন বল স্যুইং করছিল। কিন্তু বল ঠিক জায়গায় পড়ছিল না। আমরা ওদের মারার সুযোগ দিতে চাইনি। বিশেষ করে স্কোয়্যার দিয়ে রান আটকানোই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু ওখান দিয়েই রান হল। আমরা যদি ভাল বোলিং, ফিল্ডিং করার পরেও ব্যাটাররা রান করে, তাহলে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু আমরা ভাল বোলিং করতে পারিনি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম। কিন্তু সেদিন স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছিলাম, যেটা এদিন পারলাম না। আমাদের কোনও পরিকল্পনাই কাজে লাগল না। সেই কারণেই হারতে হল।'

আরও পড়ুন-

ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হার, টি-২০ বিশ্বকাপে ভারতের দৌড় শেষ

বারবার বেছে নেন বড় মঞ্চ, টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালেও অসাধারণ ইনিংস হার্দিক পান্ডিয়ার

বাবর, রিজওয়ানের চওড়া ব্যাটে সহজ জয়, ১৩ বছর পর টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: খেলোয়াড়দের কোর্টে বল, ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আজই সিদ্ধান্ত জানাতে হবে BCB-কে
ICC ODI Ranking: কোহলিকে টপকে শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রোহিত কোথায়?