বিশ্বকাপ থেকে ছিটকে কান্নায় ভাসলেন ভারতীয় অধিনায়ক রাহুল ,সাত্বনা দিতে এগিয়ে এলেন দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা। কেঁদে ফেললেন ভারত অধিনায়ক।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা। কেঁদে ফেললেন ভারত অধিনায়ক। তাঁকে সান্ত্বনা দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু তার পরেও নিজেকে আটকাতে পারছিলেন না রোহিত। মাথা নিচু করে ডাগআউটে বসে থাকতে দেখা গেল তাঁকে।সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর ডাগআউটে চুপচাপ বসে অশ্রুজলে ভাসলেন রোহিত। রোহিতের সামনে বসেছিলেন ঋষভ পন্থ। তিনি রোহিতের সঙ্গে কথা বলছিলেন। তাতেও শান্ত হননি রোহিত। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, কতটা হতাশ ও ক্ষুব্ধ তিনি। হার মেনে নিতে পারছিলেন না কিছুতেই । রোহিতকে বসে থাকতে দেখে তাঁর কাছে আসেন দ্রাবিড়ও । রোহিতের পিঠে হাত রেখে তাকে তাকে সামলানোর চেষ্টা করেন ভারতের কোচ।বেশ কিছু ক্ষণ দ্রাবিড়ের সঙ্গে কথা বলার পর খানিক শান্ত হন তিনি। কিন্তু তার ক্যামেরাবন্দি কান্নার ছবি দেখে আবেগে ভাসলো দর্শককুলও।

ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তেই খেলা ভারতের হাত থেকে ছিনিয়ে নেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। খেলা যত ইংল্যান্ডের হাতের মুঠোয় যেতে থাকে, তত হতাশ হতে দেখা যায় রোহিতকে। মাঠেই রেগে যেতে থাকেন তিনি। বার বার বোলারদের সঙ্গে কথা বলেন। কিন্তু কিছুতেই উইকেট আসছিল না। ফিল্ডিংয়েও অনেক ভুল করছিলেন ভারতীয় ব্যাটাররা। তখনও হতাশ হতে দেখা যাচ্ছিল রোহিতকে। মাঠেও নিজেকে আটকে রাখতে পারছিলেন না তিনি। খেলা শেষে মাঠের বাইরেও নিজেকে আটকে রাখতে পারলেন না রোহিত।

Latest Videos

২০১৯ সালের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরে যাওয়ার পরেও কেঁদেছিলেন রোহিত। সে বারের বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন তিনি। ভারতকে সেমিফাইনালে তোলার পিছনে তাঁর সব থেকে বড় অবদান ছিল। কিন্তু সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হেরে ছিটকে যায় ভারত। তাই নিজেকে ধরে রাখতে পারেননি রোহিত। আরও এক বার সেই ছবি দেখা গেল।

আরও পড়ুন

নতুন তালিবানি ফরমান জারি, জিম ও পার্কে যাওয়া বন্ধ মহিলাদের, বোরখা নিয়ে আরও কড়া ফতোয়া

জেএনএউ ক্যাম্পাসে ছাত্রদের সংঘর্ষ, বাইরে থেকে গুন্ডা ডেকে এনে চলল মারামারি

গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আন্দামান নিকোবরের প্রাক্তন মুখ্যসচিব, সরকারী পদের অপব্যবহারে বরখাস্তের সিদ্ধান্ত সরকারের

Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি