টি-২০ বিশ্বকাপ মাতিয়ে দিতে পারেন কে এল রাহুল, আশাবাদী গৌতম গম্ভীর

টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ৩ ম্যাচে রান পাননি ওপেনার কে এল রাহুল। তবে চতুর্থ ম্যাচেই ফর্মে ফিরেছেন তিনি।

পাকিস্তান, নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ৩ ম্যাচেই রান না পাওয়ায় কম সমালোচনার মুখে পড়তে হয়নি ভারতীয় দলের ওপেনার কে এল রাহুলকে। তাঁকে ব্যাটিং অর্ডারে নামিয়ে আনা, এমনকী প্রয়োজনে দলের বাইরে রাখার দাবিও উঠছিল বিভিন্ন মহল থেকে। কিন্তু ভারত-বাংলাদেশ ম্যাচ পরিস্থিতি বদলে দিয়েছে। রাহুল রান পেতেই ফের তাঁর প্রশংসা শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটার ও সাধারণ ক্রিকেটপ্রেমীরা। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের অন্যতম নায়ক গৌতম গম্ভীরও রাহুলের প্রশংসা করেছেন। তাঁর মতে, চলতি প্রতিযোগিতার বাকি ম্যাচগুলিতেও অসাধারণ ব্যাটিং করতে পারেন রাহুল। টি-২০ বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, 'ব্রিসবেনে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচে বিরুদ্ধে রাহুল যখন অর্ধশতরান করেছিল, তখন সবাই খুশি হয়েছিল। একটা খারাপ ইনিংস একজন ক্রিকেটারকে রাতারাতি খারাপ খেলোয়াড়ে পরিণত করে দেয় না। একটা ভাল ইনিংস আবার একজন ক্রিকেটারকে মহান করে তোলে না। তাই আমাদের আরও সংযত হওয়া উচিত। ক্রিকেটারদের সময় দেওয়া উচিত। পয়েন্টের উপর দিয়ে রাহুলের একটা শটই পরিস্থিতি বদলে দিয়েছে। আশা করি ও এবারের বিশ্বকাপ মাতিয়ে দেবে।'

গম্ভীর আরও বলেছেন, 'রাহুল ফর্মে ফিরেছে। ও অবশ্য ফর্মেই ছিল। সব ক্রিকেটারই দলের জন্য ভাল খেলতে চায়। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় যখন সারা বিশ্ব নজর রেখেছে, তখন সবাই ভাল খেলতে চায়। সেখানে একজন ক্রিকেটারের শুরুটা ভাল না হলেই সে খারাপ খেলোয়াড় হয়ে যায় না। তাই কারও সমালোচনা করার আগে আমাদের চিন্তা করা উচিত।'

Latest Videos

পাকিস্তানের বিরুদ্ধে রাহুল করেন মাত্র ৪ রান। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে তিনি করেন ৯ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ব্যর্থ হন রাহুল। এই ম্যাচেও তিনি করেন ৯ রান। তবে বাংলাদেশের বিরুদ্ধে সব সমালোচনার জবাব দেয় রাহুলের ব্যাট। এই ম্যাচে তিনি ৩২ বলে ৫০ রান করেন। এই ইনিংসের পর রাহুল বলেন, 'ভাল, খারাপ দু'রকম অনুভূতিই হচ্ছে। অস্ট্রেলিয়ায় আসার আগে আমি একাধিক ভাল ইনিংস খেলি। কিন্তু টি-২০ বিশ্বকাপে প্রথম ৩ ইনিংসে যেভাবে ব্যাটিং করতে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। তবে আমার বিশ্বাস ছিল, খুব একটা ভুল করছি না। তাই গত ৩ ম্যাচে বড় রান না পেলেও আমি ঘাবড়ে যাইনি। ভাল ইনিংস খেলতে পেরে আনন্দ হচ্ছে।'

আরও পড়ুন-

রশিদ খানের অসাধারণ লড়াই, আফগানিস্তানের বিরুদ্ধে ৪ রানে জয় অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে টপকে প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ড

ভারতকে যে কোনও মূল্যে সেমি ফাইনালে তুলতে চায় আইসিসি, অভিযোগ আফ্রিদির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বাংলাদেশকে ঠুকলেন, মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু | Bangladesh | Bangla News
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
'এগিয়ে বাংলা, বাংলায় শিক্ষা-কর্মসংস্থান বাদে সব পাওয়া যাবে' পাসপোর্ট দুর্নীতিতে সরব নওশাদ সিদ্দিকী
'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব? Deepak Adhikari
অম্বেডকর ইস্যুতে আজও উত্তপ্ত সংসদ, কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Samik