সংক্ষিপ্ত
শনিবারই হয়তো টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেই সেমি ফাইনালে চলে যাবে ইংল্যান্ড।
ইতিহাস গড়ার খুব কাছে পৌঁছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হল আফগানিস্তানকে। টি-২০ ম্যাচে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর সুবর্ণ সুযোগ তৈরি করেছিলেন রশিদ খানরা। কিন্তু শেষপর্যন্ত ৪ রানে ম্যাচ হারতে হল তাঁদের। আফগানিস্তান আগেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। এদিন হারের ফলে ৫ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়েই এই প্রতিযোগিতা শেষ করল আফগানরা। অন্যদিকে, এদিন জয় পাওয়ার ফলে অজিরা ৫ ম্যাচ খেলে পেল ৭ পয়েন্ট। আপাতত সুপার ১২ গ্রুপ ২-এর শীর্ষে আছে নিউজিল্যান্ড। তারা ইতিমধ্যেই সেমি ফাইনালে যাওয়া নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার নেট রান রেট -০.১৭৩। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট পেয়েছে। ইংল্যান্ডের নেট রান রেট +০.৫৪৭। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। তারা সেই ম্যাচ জিততে পারলেই সেমি ফাইনালে চলে যাবে। কিন্তু যদি শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে ইংল্যান্ড ছিটকে যাবে। তবে এদিন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া জিতে ৭ পয়েন্টে পৌঁছে যাওয়ায় শ্রীলঙ্কা বিদায় নিয়েছে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের খিদে কতটা থাকবে, সেটা নিয়ে সংশয় রয়েছে। তাই এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ডেরই শেষ চারে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে অজিরা ৮ উইকেটে ১৬৮ রান করে। তখনই ঠিক হয়ে যায়, সেমি ফাইনালে যাচ্ছে নিউজিল্যান্ড। কারণ, রান রেটে পিছিয়ে পড়ে অজিরা। এদিন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য খেলেননি। তাঁর বদলে অধিনায়কত্ব করেন ম্যাথু ওয়েড। এদিন অজিদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা মিচেল মার্শ ৪৫ রান করেন। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ২৫ রান করেন। মার্কাস স্টোইনিসও ২৫ রান করেন। আফগানিস্তানের হয়ে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন নবীন উল-হক। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন ফজলহক ফারুকি। ১টি করে উইকেট নেন রশিদ ও মুজিব উর-রহমান।
আফগানিস্তানকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন রশিদ। তিনি ২৩ বলে ৪৮ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেষ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার ছিল। প্রথম বলে কোনও রান করতে পারেননি রশিদ। তিনি পরের বলে বাউন্ডারি মারেন। তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে ছক্কা মেরে আফগানদের আশা বাঁচিয়ে রাখেন রশিদ। পরের দুই বলেও ছক্কা মারার দরকার ছিল। কিন্তু পঞ্চম বলে ২ রানের বেশি নিতে পারেননি রশিদ। ফলে তখনই জিতে যায় অস্ট্রেলিয়া। শেষ বলে বাউন্ডারি মারেন রশিদ।
আরও পড়ুন-
অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে টপকে প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ড
ভারতকে যে কোনও মূল্যে সেমি ফাইনালে তুলতে চায় আইসিসি, অভিযোগ আফ্রিদির
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক আয়ারল্যান্ডের পেসার জোশুয়া লিটলের