অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে টপকে প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ড

Published : Nov 04, 2022, 04:39 PM ISTUpdated : Nov 04, 2022, 04:59 PM IST
India vs New Zealand, 2nd T20I

সংক্ষিপ্ত

গতবারের রানার্স নিউজিল্যান্ড এবারের টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল। কেন উইলিয়ামসনের দল এবারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে টপকে সুপার ১২ গ্রুপ ১ থেকে প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬৮ রান করতেই কিউয়িদের সেমি ফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে যায়। নেট রান রেটে কেন উইলিয়ামসনের দলকে টপকে যেতে হলে অজিদের অন্তত ১৮৫ রান করতেই হত। কিন্তু তারা সেটা করতে না পারায়, আর কোনও সুযোগ নেই। আফগানিস্তানের বিরুদ্ধে যত রানেই জিতুক না কেন, এবারের টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ১-এ আর নিউজিল্যান্ডকে রান রেটে পিছনে ফেলতে পারবে না অস্ট্রেলিয়া। তাদের লড়াই এবার ইংল্যান্ডের সঙ্গে। এদিন অস্ট্রেলিয়া জিতলে এবং শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ড জয় পেলে নেট রান রেটে যে দল এগিয়ে থাকবে তারাই সেমি ফাইনালে যাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সুযোগ কম। কারণ, ইংল্যান্ডের রান রেট ভাল আছে। তাই এবার সুপার ১২ থেকেই বিদায় নিতে হতে পারে গতবারের চ্যাম্পিয়নদের।

এবারের টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ১-এর শীর্ষে এখন নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট কেন উইলিয়াসনের দলের নেট রান রেট +২.১১৩। এই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট পেয়েছে। তাদের নেট রান রেট +০.৫৪৭। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল -০.৩০৪। এই রান রেট কতটা বাড়ে, তার উপরেই অজিদের সেমি ফাইনালে যাওয়া ঠিক হবে। রান রেটে ইংল্যান্ডকে টপকাতে না পারলে হবে না। তবে শ্রীলঙ্কা যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়াই শেষ চারে চলে যাবে।

অন্যদিকে, টি-২০ বিশ্বকাপের সুপার ১২ গ্রুপ ২ থেকে কোন দু'টি দল সেমি ফাইনালে যাবে, সেটা এখনও ঠিক হয়নি। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারত এখন গ্রুপের শীর্ষে। রবিবার জিম্বাবোয়েকে হারাতে পারলেই ভারত শেষ চারে চলে যাবে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৫ পয়েন্ট পেয়েছে। রবিবার নেদারল্যান্ডসকে হারিয়ে দিতে পারলেই দক্ষিণ আফ্রিকাও সেমি ফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে কপাল পুড়বে পাকিস্তানের। কারণ, বাবর আজমরা ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ জিতলেই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে পাকিস্তান।

আরও পড়ুন-

ভারতকে যে কোনও মূল্যে সেমি ফাইনালে তুলতে চায় আইসিসি, অভিযোগ আফ্রিদির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক আয়ারল্যান্ডের পেসার জোশুয়া লিটলের

বিরাট কোহলি ভাল খেললেই ভারতীয় দল বিশ্বকাপ জিতবে, মত রিকি পন্টিংয়ের

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর
IND vs SA 4th T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে বাদ শুভমান গিল? দলে আসতে পারে তিনটি পরিবর্তন