বাদ পড়তে পারেন অনেক সিনিয়রই, টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে আসতে চলছে বদল

টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে ভারতীয় দল ছিটকে যাওয়ার পর এবার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে বড় রদবদল দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপের আগে স্বেচ্ছায় এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন সেই সময় ভারতীয় ক্রিকেটের স্তম্ভ সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁরা জানিয়ে দিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদেরই খেলা উচিত। সেই কারণে তাঁরা টি-২০ বিশ্বকাপে খেলবেন না। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। সেই থেকে নতুন চেহারার ভারতীয় দলের জয়যাত্রা শুরু হয়। কিন্তু ১৫ বছর কেটে গেল, ২০০৭ সালের পর আর টি-২০ বিশ্বকাপ জেতেনি ভারতীয় দল। এবারও সেমি ফাইনালেই হেরে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এই ব্যর্থতার পর এবার টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে বদল আসতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই কর্তারা। ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরের দল গঠনেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে। ভবিষ্যতে এই দুই ক্রিকেটারের উপরেই টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের দায়িত্ব বর্তাতে পারে।

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে দীনেশ কার্তিক ও রবিচন্দ্রন অশ্বিন হয়তো আর এই ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন না। বিরাট কোহলি, রোহিত শর্মা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিরা আর কতদিন টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে খেলবেন, সেটা তাঁদের উপরেই ছেড়ে দিয়েছেন বিসিসিআই কর্তারা। এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, 'বিসিসিআই কোনও ক্রিকেটারকেই অবসর নিতে বলে না। এটা প্রত্য়েকের নিজের সিদ্ধান্ত। তবে ২০২৩ সালে ভারতীয় দল খুব বেশি টি-২০ ম্যাচ খেলবেন না। সেই কারণে বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারই শুধু টেস্ট এবং ওডিআই ম্যাচ খেলবেন। কোনও ক্রিকেটার যদি অবসর ঘোষণা না করতে চান, তাহলে সেটা করার দরকার নেই। কিন্তু আগামী বছর থেকে টি-২০ ফর্ম্যাটে বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারকেই আর দেখা যাবে না।'

Latest Videos

এবারের টি-২০ বিশ্বকাপে দু'টি ম্যাচে অর্ধশতরান করেছেন কে এল রাহুল। কিন্তু বাকি চারটি ম্যাচেই তিনি ব্যর্থ হয়েছেন। ফলে তাঁকে নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের দলে রাখা হয়নি রাহুলকে। ভবিষ্যতে টি-২০ ফর্ম্যাটে রাহুলকে দেখা যাবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এই ওপেনারকেও যদি টি-২০ ফর্ম্যাটে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন-

বোলিংয়ে ভেদশক্তির অভাব, ফিল্ডিংয়ে গাফিলতির জেরেই টি-২০ বিশ্বকাপে হারল ভারত

ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হার, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

আইপিএল-এ যারা চাপ সামলাতে পারে তারা কেন আন্তর্জাতিক ক্রিকেটে পারছে না, প্রশ্ন রোহিতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury