T-20 World Cup: টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ৫টি সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন 'ইউনিভার্স বস' ক্রিস গেইল। উল্লেখযোগ্যভাবে, এই তালিকায় তিনবারই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের হাতে বিধ্বস্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বোলাররা।
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির সেরা ৫টি ইনিংসের দিকে নজর দেওয়া যাক। এই তালিকায় তিনবারই বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ হতে হয়েছে বিপক্ষ ব্যাটারদের কাছে।
26
১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ২০১৬
২০১৬ সালের বিশ্বকাপে, ক্রিস গেইল ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেন। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৮৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়।
36
২. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ২০০৭
২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেন গেইল। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে প্রথম সেঞ্চুরি।
গত ২০১২ সালী টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৫১ বলে সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসে ভর করেই নিউজিল্যান্ড ৫৯ রানে ম্যাচ জয় হাসিল করে।
56
৪. রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা) - ২০২২
২০২২ বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেন। তাঁর ১০৯ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে বিশাল জয় পায়।
66
৫. আহমেদ শেহজাদ (পাকিস্তান) - ২০১৪
২০১৪ বিশ্বকাপে, পাকিস্তানের আহমেদ শেহজাদ বাংলাদেশের বিরুদ্ধে ৫৮ বলে সেঞ্চুরি করেন। তাঁর অপরাজিত ১১১ রানের ইনিংসে পাকিস্তান ৫০ রানে ম্যাচ জেতে।