IND vs NZ 4th T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বুধবার, বিশাখাপত্তনমে চতুর্থ ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া।
IND vs NZ 4th T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চতুর্থ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বুধবার (india-new zealand 20-20)। বিশাখাপত্তনমে সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বুধবার, বিশাখাপত্তনমে চতুর্থ ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া (t20 india vs new zealand)।
প্রথম একাদশে হয়ত কোনও পরিবর্তন আসতে পারে
সিরিজ জিতে যাওয়ায় টিম ইন্ডিয়ার প্রথম একাদশে হয়ত কোনও পরিবর্তন আসতে পারে। কারণ, যেহেতু সামনেই রয়েছে বিশ্বকাপ। তবে এই সিরিজ জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে গোটা দলের।
অন্যদিকে, টিম ম্যানেজমেন্টের নজর রয়েছে ঈশান কিষাণের দিকেও। প্রতিপক্ষের কাছে ত্রাস হয়ে ওঠা অভিষেক শর্মা ক্রিজে থিতু হলে, বিশাখাপত্তনমেও ভারতের জন্য পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে যাবে। এমনিতেও তিনি যা ফর্মে আছেন, বোলারদের রীতিমতো কচুকাটা করছেন।
তিন নম্বরে ইশান কিষাণও বেশ নির্ভরযোগ্য। অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্মে ফেরাটা ভারতের জন্য বড় স্বস্তির বিষয়। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এবং রিঙ্কু সিং স্কোরবোর্ডে রকেট গতি দিতে সক্ষম।
সিরিজের প্রথম জয় পাবে কিউইরা
যশপ্রীত বুমরা এবং রবি বিষ্ণোইর পরিবর্তে আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী প্রথম একাদশে আসতে পারেন। সিরিজের প্রথম জয়ের খোঁজে থাকা কিউইদের জন্য জেমস নিশাম এবং লকি ফার্গুসনের প্রত্যাবর্তন শক্তি জোগাবে ফলকে।
তার ফলে, কাইলে জেমিয়েসন এবং জ্যাকব ডাফিকে বাইরে বসতে হতে পারে। বিশাখাপত্তনমের শেষ টি-টোয়েন্টি ম্যাচে, অস্ট্রেলিয়ার ২০৮ রান ভারত এক বল বাকি থাকতেই টপকে গেছিল। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
ভারতের সম্ভাব্য একাদশ একবার দেখে নেওয়া যাক
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
