WPL 2026: মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ন্যাট স্কিভার-ব্রান্ট WPL-এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন। ভাদোদরায়, আরসিবির বিরুদ্ধে ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার ন্যাট স্কিভার-ব্রান্ট উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) এক নতুন ইতিহাস তৈরি করেছেন। তিনি WPL-এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন।
25
বিপাকে আরসিবি বোলাররা
ক্রিজে আসার পর থেকেই ন্যাট স্কিভার-ব্রান্ট আক্রমণাত্মক ছিলেন। তিনি ১৬টি চার ও একটি ছক্কার সাহায্যে উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম সেঞ্চুরিটি করেন।
35
হেইলি ম্যাথিউজের সঙ্গে বিশাল পার্টনারশিপ
ওপেনার হেইলি ম্যাথিউজের সঙ্গে ১৩১ রানের বিশাল পার্টনারশিপ গড়েন স্কিভার-ব্রান্ট। ম্যাথিউজ চোট থেকে ফিরে এসে ৩৯ বলে ৫৬ রান করেন।