
T20 Mumbai League 2025: মে মাসের শেষদিকে আইপিএল ২০২৫ (IPL 2025) ফাইনাল। এর ঠিক পরেই শুরু হচ্ছে টি-২০ মুম্বই লিগ ২০২৫ (T20 Mumbai League 2025)। মঙ্গলবার এই লিগের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (Mumbai Cricket Association)। আইকন প্লেয়ার হিসেবে এই তারকাখচিত লিগে থাকছেন মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane) আইকন প্লেয়ার হিসেবে এই লিগে থাকছেন। সরফরাজ খান (Sarfaraz Khan), শার্দুল ঠাকুর (Shardul Thakur), পৃথ্বী শ (Prithvi Shaw), শিবম দুবে (Shivam Dube), তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। এই আটজন ক্রিকেটারই ভারতের সিনিয়র দলের হয়ে খেলেছেন। বেশিরভাগ আইকন ক্রিকেটারই এখন আইপিএল-এ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। আইপিএল শেষ হওয়ার পর তাঁরা মুম্বইয়ের টি-২০ লিগে খেলবেন।
আইপিএল ফাইনালের পরের দিন শুরু মুম্বইয়ের টি-২০ লিগ
২৫ মে আইপিএল ফাইনাল। পরদিন শুরু হচ্ছে টি-২০ মুম্বই লিগ ২০২৫। ৮ জুন পর্যন্ত হবে এই লিগ। মুম্বইয়ের ক্রিকেটে প্রতিভার অভাব নেই। টি-২০ লিগে তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলে তরুণ ক্রিকেটাররা যে অভিজ্ঞতা অর্জন করবেন, তা ভবিষ্যতে কাজে লাগবে বলে আশা করছেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। আইপিএল-এর ধাঁচে ভারতের বিভিন্ন শহরে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম সেরা টি-২০ মুম্বই লিগ। এবার এই লিগের আকর্ষণ বাড়তে চলেছে। মুম্বইয়ের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এ বিষয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্কা নায়েক বলেছেন, 'আমরা আটজন আইকন প্লেয়ারের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। তাঁরা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের মাধ্যমে মুম্বইকে অত্যন্ত গর্বিত করে তুলেছেন। এই ক্রিকেটাররা মুম্বই ক্রিকেটের প্রাণশক্তি, ঐতিহ্য ও দক্ষতার প্রতিনিধিত্ব করেন। তাঁদের উপস্থিতির মাধ্যমে তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা শুধু অনুপ্রাণিতই হবেন না, তাঁরা প্রয়োজনীয় পরামর্শ পাবেন, অনেককিছু শেখার সুযোগ পাবেন। এই শিক্ষা ভবিষ্যতে মূল্যবান হয়ে থাকবে। আমরা ভারতীয় ক্রিকেটের আগামী প্রজন্মের তারকাদের খুঁজে বের করে তুলে আনতে বদ্ধপরিকর। আইকন খেলোয়াড়রা এই লিগে খেললে লিগের মান বেড়ে যাবে। ক্রিকেটপ্রেমীরা রোমাঞ্চকর লড়াই দেখার সুযোগ পাবেন। তাঁদের কাছে এই অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে।'
৮টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে লিগ
টি-২০ মুম্বই লিগে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি থাকছে। এই ফ্র্যাঞ্চাইজিগুলি হল নর্থ মুম্বই প্যান্থার্স (North Mumbai Panthers), কর্ণধার হরাইজন স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এআরসিএ আন্ধেরি (ARCS Andheri), কর্ণধার এআরসিএস স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, ট্রায়াম্প নাইটস মুম্বই নর্থ ইস্ট (Triumph Knights Mumbai North East), কর্ণধার ট্রান্সকন ট্রায়াম্প নাইটস প্রাইভেট লিমিটেড, নমো বান্দ্রা ব্লাস্টার্স (Namo Bandra Blasters), কর্ণধার পি কে স্পোর্টস ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড, ঈগল থানে স্ট্রাইকার্স (Eagle Thane Strikers), কর্ণধার ঈগল ইনফ্রা ইন্ডিয়া লিমিটেড, আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস (Aakash Tigers Mumbai Western Suburbs), কর্ণধার ওয়ার্ল্ড স্টার প্রিমিয়ার লিগ এলএলপি, সোবো মুম্বই ফ্যালকনস (SoBo Mumbai Falcons), কর্ণধার রোডওয়ে সলিউশনস ইন্ডিয়া ইনফ্রা লিমিটেড, মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস (Mumbai South Central Maratha Royals), কর্ণধার রয়্যাল এজ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এর মধ্যে শেষের দুই ফ্র্যাঞ্চাইজি নতুন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতেই অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা থাকবেন। আইপিএল-এর মতোই নিলাম হবে। এবার ২,৮০০-এর বেশি ক্রিকেটার নিলামে থাকছেন। এতেই বোঝা যাচ্ছে, এই লিগ নিয়ে তরুণ ক্রিকেটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ রয়েছে। ক্রিকেটাররা এই লিগে ভালো পারফরম্যান্স দেখিয়ে বড় মঞ্চে সুযোগ পাবেন বলে আশা করছেন। মুম্বইয়ের বহু ক্রিকেটার জাতীয় দল এবং আইপিএল-এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। টি-২০ লিগের মাধ্যমে আরও ক্রিকেটার তুলে আনাই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের লক্ষ্য। এই কারণেই টি-২০ লিগ আয়োজন করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।