T20 World Cup 2026: ধোপে টিকল না বাংলাদেশের আবেদন! গ্রুপ বদলের আর্জি খারিজ করল আয়ারল্যান্ড

Published : Jan 18, 2026, 08:30 PM IST
T20 World Cup 2026: ধোপে টিকল না বাংলাদেশের আবেদন! গ্রুপ বদলের আর্জি খারিজ করল আয়ারল্যান্ড

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: নিরাপত্তার কারণে, ভারতে খেলতে আসবে না! তাই তাদের গ্রুপ বি-তে এবং আয়ারল্যান্ডকে গ্রুপ সি-তে পাঠানোর প্রস্তাব দেয় বাংলাদেশ। কারণ, গ্রুপ বি-তে থাকা আয়ারল্যান্ডের সমস্ত গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

T20 World Cup 2026: আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে না! এই অবস্থানে অনড় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ কার্যত, প্রত্যাখ্যান করে দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড (T20 World Cup venue change)। নিরাপত্তার কারণে, ভারতে খেলতে আসবে না! তাই তাদের গ্রুপ বি-তে এবং আয়ারল্যান্ডকে গ্রুপ সি-তে পাঠানোর প্রস্তাব দেয় বাংলাদেশ। কারণ, গ্রুপ বি-তে থাকা আয়ারল্যান্ডের সমস্ত গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে (t20 cricket world cup 2026 schedule)।

পত্রপাট খারিজ বাংলাদেশের আবেদন

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভারতে খেলা এড়ানোর একটা শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ এই প্রস্তাব দেয়। কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সেই আবেদনকে পত্রপাট খারিজ করে দিয়েছে।সেই প্রস্তাবকে রীতিমতো প্রত্যাখ্যান করেছে তারা। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আইসিসি আশ্বাস দিয়েছে যে, গ্রুপ বা ম্যাচের সূচিতে কোনও পরিবর্তন করা হবে না। 

বর্তমানে গ্রুপ বি-তে আয়ারল্যান্ডের সঙ্গে আছে জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ওমান। অপরদিকে, গ্রুপ সি-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে নেপাল, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ইতালি। বাংলাদেশকে কলকাতা ও মুম্বাইয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হবে। ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বোঝানোর জন্য আইসিসি প্রতিনিধি গৌরব সাক্সেনা এবং অ্যান্ড্রু এফগ্রেভ একটি বৈঠক করেন। 

আইসিসি-র কাছেও আবেদন জানায় বাংলাদেশ

সেখানেই গ্রুপ বদলের প্রস্তাবটি দেওয়া হয়। আইসিসি এবং আয়ারল্যান্ড এই প্রস্তাব প্রত্যাখ্যান করায়, বাংলাদেশ এখন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়। প্রসঙ্গত, পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিস্কারের পরেই, ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের অবনতি হয়। 

প্রতিশোধ হিসেবেই বাংলাদেশ সরকার তাদের দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে দেয়। এরপর আগামী মাসে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে, তারা ভারতে খেলতে আসতে পারবে না জানিয়ে ভেন্যু পরিবর্তনের কথা বলে। এখনও সে দাবিতে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা আইসিসি-র কাছেও আবেদন জানায়। সেখানেও কোনও লাভ হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই: ড্যারিল মিচেল-গ্লেন ফিলিপসের শতরান, চাপে শুবমান গিলরা
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা