
T20 World Cup 2026: উতলে ওঠা দরদ কোথায় গেল? ছোটভাইয়ের পাশে দাঁড়াবে ভেবেছিল বড় ভাই (t20 cricket world cup 2026 schedule)। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, ভারতে খেলতে না আসার প্রসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের উপর চাপ বাড়াতে চাইছিল পাকিস্তান (T20 World Cup preparation)।
শোনা যাচ্ছিল, পাকিস্তান নাকি অনুশীলনও বন্ধ করে দেয়। এমনকি, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে তারা নাকি বিশ্বকাপও বয়কট করতে পারে বলে খবর রটে যায়। কিন্তু তার মাত্র একদিনের মধ্যেই বদলে গেল গোটা পরিস্থিতি। উল্টে জানা যাচ্ছে, শ্রীলঙ্কায় গিয়ে সমস্ত ম্যাচও খেলবে পাকিস্তান। ঠিক যেমনটা আগে থেকেই ঠিক ছিল।
আসলে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কার করার পরেই, পাল্টা চাপ দিতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে ইতিমধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলছেন না পাকিস্তান ক্রিকেটাররা। এবার যেহেতু বাংলাদেশও সেই একই দাবি করেছে, তাই সেই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়াবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এমনটাই শোনা যাচ্ছিল।
তবে শেষ খবর পাওয়া অনুযায়ী, বিশ্বকাপ বয়কটের ভাবনাচিন্তা থেকে সরে এসেছে পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের কাছ থেকে নাকি ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চায় বাংলাদেশ। এক্ষেত্রে মনে রাখা ভালো, মহসিন নকভি আগেও টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।
এরপরেই সোমবার, হটাৎ শোনা যায় যে, আপাতত অনুশীলন বন্ধ রাখা হবে পাক দলের। খুব দ্রুত এই প্রসঙ্গে দলকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন নকভি নিজেই। যদি পাকিস্তান শেষপর্যন্ত, বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ ঠিক কী হবে? সেই বিষয়েও দলকে তৈরি থাকতে বলা হয়েছে। এইরকমই জানা যায় কাল অবধি।
কিন্তু শেষপর্যন্ত পাওয়া সূত্রের খবর অনুযায়ী, সেইরকম কিছুই হচ্ছে না। কার্যত, ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন পাক বোর্ডের কর্তারা। একটি সংবাদমাধ্যমকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা জানিয়েছেন, গোটা টুর্নামেন্ট বয়কট করাটা মোটেই পাকিস্তানের অবস্থান নয়। আগের সিদ্ধান্ত মতোই শ্রীলঙ্কায় গিয়ে সমস্ত ম্যাচ খেলবে তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।