উদ্যোগ সাক্ষীর, নতুন তামিল ছবি প্রযোজনা করছে ধোনি এন্টারটেইনমেন্ট

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন ধরনের ব্যবসার কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর স্ত্রী সাক্ষীও ব্য়বসার সঙ্গে যুক্ত। অন্যান্য ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করছেন ধোনি।

Web Desk - ANB | Published : Jan 29, 2023 12:10 PM
17
দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল-এ খেলছেন মহেন্দ্র সিং ধোনি, এবার তামিল ছবিও প্রযোজনা করছেন তিনি

নিজের প্রযোজনা সংস্থা ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে একটি তামিল ছবি প্রযোজনা করছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই ছবির নাম ‘লেটস গেট ম্যারেড’।

27
ধোনি এন্টারটেইনমেন্ট ব্যানারে যে নতুন তামিল ছবির কাজ শুরু হচ্ছে, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ধোনির স্ত্রী সাক্ষী

ধোনি এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর সাক্ষী ধোনি। তিনিই 'লেটস গেট ম্যারেড' ছবির কাহিনি নির্মাণ করেছেন।

37
ধোনি এন্টারটেইনমেন্টের সব কাজকর্ম নিজেই পরিচালনা করেন সাক্ষী ধোনি

মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী নিজেই প্রযোজনা সংস্থার যাবতীয় কাজকর্ম পরিচালনা করেন। নতুন তামিল ছবির কাজকর্মও দেখাশোনা করছেন সাক্ষী।

47
কিছুদিন আগে শোনা যাচ্ছিল বিজয়ের সঙ্গে যৌথভাবে ছবি প্রযোজনা করবেন ধোনি, কিন্তু সেই জল্পনা সত্যি নয়

বিজয়ের সঙ্গে যৌথভাবে ছবি প্রযোজনা করছে না ধোনি এন্টারটেইনমেন্ট। ধোনি একাই এই ছবি প্রযোজনা করছেন। এই ছবি ফ্যামিলি ড্রামা হতে চলেছে বলেই জানা গিয়েছে।

57
ধোনি এন্টারটেইনমেন্টের নতুন ছবি পরিচালনা করবেন রমেশ থামিলমণি, তিনিই সঙ্গীত পরিচালনা করবেন

ধোনি এন্টারটেইনমেন্টের ছবি 'লেটস গেট ম্যারেড'-এর পরিচালক রমেশ থামিলমণি। তিনিই এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন।

67
সাক্ষী ধোনি জানিয়েছেন, তাঁরা আরও অনেক ভালো ছবি করতে চান, ভালো কাহিনি যাতে হয় সেটা নিশ্চিত করতে চান তাঁরা

তামিল ছবি করা প্রসঙ্গে সাক্ষী ধোনি বলেছেন, 'আমরা ভালো কাজ করতে চাই। ভালো গল্প নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য।'

77
তামিলনাড়ুতে ধোনির জনপ্রিয়তা আকাশছোঁয়া, ফলে তিনি ছবি প্রযোজনাতেও সফল হবেন বলেই আশা করা হচ্ছে

চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে তামিলনাড়ুর মানুষের কাছে 'থালা' নামে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। সেই কারণেই তিনি তামিল ছবি প্রযোজনা করছেন। সবারই আশা, তামিল ছবি প্রযোজনার কাজে সফল হবেন ধোনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos