ICC World Cup 2023: 'তামিমকে ফেরাও, কোচ হাতুরুসিংঘেকে সরাও', এবার মামলা সুপ্রিম কোর্টে

Published : Oct 02, 2023, 09:30 AM IST
Tamim

সংক্ষিপ্ত

বিশ্বকাপ শুরুর তিন দিন আগেও বাংলাদেশ ক্রিকেটে আশঙ্কার কালো মেঘে কাটছে না। তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে যে অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনাক্রম শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি।

বিশ্বকাপ শুরুর তিন দিন আগেও বাংলাদেশ ক্রিকেটে আশঙ্কার কালো মেঘে কাটছে না। তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে যে অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনাক্রম শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। তামিমকে জাতীয় দলে ফেরাতে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর সমর্থকদের একটি সংগঠন। সেই সংগঠনের তরফ থেকে সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ষড়যন্ত্র করে তামিমকে বাদ দিয়েছে। আর এর পিছনে রয়েছেন কোচ চণ্ডিকা হাতুরুসিংঘে। অবিলম্বে তামিমের প্রত্যাবর্তন এবং কোচের অপসারণ চাইছেন তাঁরা।

বাংলাদেশের একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, এই আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। তিনি একটি নোটিশও পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ‘বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স গ্রুপ’ নামের একটি সংগঠনের হয়ে এই আইনি পদক্ষেপ করেছেন তিনি। নোটিশে দাবি করা হয়েছে, হাতুরুসিংঘেকে বাংলাদেশ দলের কোচের পদ থেকে সরিয়ে অবিলম্বে তামিমকে দলে ফেরানো হোক।

নোটিশে আরও বলা হয়েছে, হাতুরুসিংঘের কোচ হওয়ার কোনও যোগ্যতা নেই। তিনি দলের ক্রিকেটারদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। তার প্রভাব দলের খেলায় পড়ে। সামনে বিশ্বকাপ, তাই দলের ভালো পারফর্ম্যান্সের জন্য খেলোয়াড়দের মধ্যে বিভাজন থাকা কাম্য নয়। হাতুরুসিংঘের কোচিংয়ে ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ হারের কথা উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে।

এক দিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি রান রয়েছে তামিমের। দলের দ্বিতীয় সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার তিনি। তাই বিশ্বকাপের মঞ্চে তামিমকে না নিয়ে আখেরে দলের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তামিমকে দ্রুত দলে না নিলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে।

PREV
click me!

Recommended Stories

ICC ODI Ranking: কোহলিকে টপকে শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রোহিত কোথায়?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০: নাগপুরে ৪৮ রানে জয়, সিরিজের শুরুতেই ছন্দে অভিষেকরা