Asia Cup 2025: এশিয়া কাপকে কি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ভারত? পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারেন গম্ভীর

Published : Sep 09, 2025, 06:24 PM ISTUpdated : Sep 09, 2025, 07:12 PM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

Asia Cup 2025: গত বছর ভারতের যে দলটি টি-২০ বিশ্বকাপ জয় করে, তা এই কয়েকমাসে অনেকটাই বদলে গেছে।

Asia Cup 2025: এশিয়া কাপের মঞ্চে ভারতকে যেমন প্রমাণ করতে হবে, সেইরকমই আগামী বিশ্বকাপের কথাটাও মাথায় রাখতে হবে। আর সেইজন্যই এবার এশিয়া কাপকে রীতিমতো পাখির চোখ করেছে টিম ইন্ডিয়া (Indian cricket team)। ফলে, কিছুটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারেন হেডকোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। 

প্রসঙ্গত, গত বছর ভারতের যে দলটি টি-২০ বিশ্বকাপ জয় করে, তা এই কয়েকমাসে অনেকটাই বদলে গেছে। আবার ঠিক কয়েকমাস পর, রয়েছে আরেকটি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। তবে এবার তা অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। 

প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখতে চাইছেন দলের কোচ গৌতম গম্ভীর

 

 

নিঃসন্দেহে ফের একবার চ্যাম্পিয়ন হতে চাইবে ভারতীয় ক্রিকেট দল। আর তার ঠিক আগেই শুরু হচ্ছে এশিয়া কাপ। আর এবারের এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে আয়োজিত হবে। তাই এশিয়া কাপকেই প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখতে চাইছেন দলের কোচ গৌতম গম্ভীর।

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই মেগা প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে আফগানিস্তান বনাম হংকং। এরপর ভারতের প্রথম ম্যাচ রয়েছে বুধবার, অর্থাৎ ১০ সেপ্টেম্বর। তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। 

২৮ সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনাল

আর ১৪ সেপ্টেম্বর, রবিবার হচ্ছে মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্ব ক্রিকেটের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচের আগে যথেষ্ট সতর্ক রয়েছেন সূর্যকুমার যাদবরা। অন্যদিকে, গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ রয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর, ওমানের বিরুদ্ধে। আর ২৮ সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনাল।

উল্লখযোগ্য বিষয় হচ্ছে, গৌতম গম্ভীর দলের কোচ হওয়ার পর থেকেই ছোট ফরম্যাটে ভারতের খেলার আমূল পরিবর্তন হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত, আক্রমণাত্মক থাকছেন তিনি। সেইসঙ্গে, অলরাউন্ডারদের বাড়তি গুরুত্ব দিচ্ছেন গম্ভীর।

 

 

তবে এশিয়া কাপে ভারতের প্রথম একাদশে কারা খেলবেন, তার একটা হালকা ইঙ্গিত অনুশীলনের সময়েই পাওয়া গেছে। হয়ত সঞ্জু স্যামসনের বদলে জীতেশ শর্মা দলে আসতে পারেন। কারণ, দলের হেডকোচ গৌতম গম্ভীর ব্যাটিং-এর গভীরতা বাড়াতে চাইছেন। অনুশীলনেও শিবম দুবে, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া এবং জীতেশ শর্মা নেটে অনেকক্ষণ ব্যাট করেছেন। 

ফলে, এশিয়া কাপকে পাখির চোখ করেও যে গম্ভীর আসন্ন বিশ্বকাপের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাবেন, সেই কথা বলাই বাহুল্য।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা