হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাদের বিরুদ্ধে খেলবেন, উত্তেজিত সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটাররা

Published : Sep 09, 2025, 11:34 AM IST
UAE Cricket Team

সংক্ষিপ্ত

Asia Cup 2025: মঙ্গলবার শুরু হচ্ছে এশিয়া কাপ। বুধবার প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ভারতের তারকা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার আগে উত্তেজিত আমিরশাহির ক্রিকেটাররা।

DID YOU KNOW ?
এশিয়া কাপে সফল ভারত
১৯৮৪ সাল থেকে চলছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল ভারত।

Asia Cup 2025, India Vs UAE: বুধবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের মতো শক্তিশালী দলের মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates)। এই ম্যাচে জয়ের কথা ভাবতে পারছেন না আমিরশাহির ক্রিকেটাররা। তাঁরা বরং ভারতের তারকা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া নিয়ে উত্তেজিত। সে কথাই জানিয়েছেন আমিরশাহি দলের ওপেনার আলিশান শরাফু (Alishan Sharafu)। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে এই ক্রিকেটার বলেছেন, ‘ভারতীয় দলের সব খেলোয়াড়ই ভালো। আমাদের যদি কয়েকজনের নাম করতে হয়, তাহলে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতো ক্রিকেটারদের নাম করতে পারি। এই ক্রিকেটাররা ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে দিতে পারে। ওরা একাই ম্যাচের ধারা বদলে দিতে পারে। ওদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারব ভেবে আমি অত্যন্ত উত্তেজিত। আশা করি আমরা ওদের কঠিন সময়ের মধ্যে ফেলে দিতে পারব।’

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি

আগামী বছর হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup)। ভারতীয় দল সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই এবারের এশিয়া কাপকে দেখছে। কয়েকজনকে বিশ্রাম দেওয়া হলেও, প্রায় সেরা দল নিয়েই এশিয়া কাপে খেলছে ভারতীয় দল। এবারের এশিয়া কাপ হচ্ছে টি-২০ ফর্ম্যাটে। ফলে দলে নেই রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। কারণ, এই তিন তারকা ক্রিকেটার টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ভারতের অধিনায়ক হিসেবে আছেন গত কয়েক বছরে টি-২০ ফর্ম্যাটে সেরা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান গিল (Shubman Gill)। ফলে গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল এবারের এশিয়া কাপেও অত্যন্ত শক্তিশালী।

ভারতের চেয়ে অনেক পিছিয়ে আমিরশাহি

সংযুক্ত আরব আরব আমিরশাহি দলের অধিনায়ক মহম্মদ ওয়াসিম। দলে একাধিক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। তবে ভারতীয় দলের সঙ্গে আমিরশাহি দলের তুলনা চলে না। বুধবারের ম্যাচে অনেক এগিয়ে থেকে খেলতে নামছে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫
বুধবার এশিয়া কাপের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হচ্ছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা