Team India schedule: আগামী দুই বছর কাদের কাদের বিরুদ্ধে খেলবে ভারত? রইল পূর্ণাঙ্গ তালিকা

Published : Jun 15, 2025, 06:09 PM ISTUpdated : Jun 15, 2025, 06:23 PM IST
WTC

সংক্ষিপ্ত

Team India schedule: আগামী দুটো বছর ভারতীয় ক্রিকেট দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 

Team India schedule: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সার্কেল এবার শুরু হতে চলেছে। যে সিজনটি শুরু হবে আগামী ১৭ জুন থেকে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজের মধ্য দিয়ে। ঠিক তারপরই শুরু হবে ইংল্যান্ডের মাটিতে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। 

আসন্ন ২০২৫-২৭ মরশুমে মোট ৭১টি টেস্ট ম্যাচ খেলা হবে। মোট ৯টি দল লড়াই করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য। রোহিত শর্মা এবং বিরাট কোহলি যুগ পেরিয়ে এবার, আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারতের টেস্ট সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফিতে নেতৃত্ব দেবেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। এই সার্কেলে ভারত খেলবে মোট ১৮টি টেস্ট ম্যাচ। 

এছাড়া হোম সিরিজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অবশ্য বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ খেলবে না ভারত। অপরদিকে, নয়া চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অভিযান শুরু করবে চলতি বছরের অক্টোবর মাসে। তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অস্ট্রেলিয়া খেলবে মোট ২২টি টেস্ট। ইংল্যান্ডের ম্যাচ রয়েছে মোট ২১টি। এমনকি, ২০২৫ সালে অ্যাসেজ সিরিজেও মুখোমুখি হবে দুই দল।

একনজরে ২০২৫-২৭ সার্কেলে ভারতের ম্যাচের সূচি

ভারতের মোট ম্যাচ ১৮টি

ঘরের মাঠেঃ ওয়েস্ট ইন্ডিজ (২), দক্ষিণ আফ্রিকা (২), অস্ট্রেলিয়া (৫)

অ্যাওয়ে সিরিজঃ ইংল্যান্ড (৫), শ্রীলঙ্কা (২), নিউজিল্যান্ড (২)

 

অস্ট্রেলিয়াঃ মোট ম্যাচ ২২

ঘরের মাঠেঃ ইংল্যান্ড (৫), নিউজিল্যান্ড (৪), বাংলাদেশ (২)

অ্যাওয়ে সিরিজঃ ওয়েস্ট ইন্ডিজ (৩), দক্ষিণ আফ্রিকা (৩), ভারত (৫)

 

দক্ষিণ আফ্রিকাঃ মোট ম্যাচ ১৪

ঘরের মাঠেঃ অস্ট্রেলিয়া (৩), বাংলাদেশ (২), ইংল্যান্ড (৩)

অ্যাওয়ে সিরিজঃ পাকিস্তান (২), ভারত (২), শ্রীলঙ্কা (২)

 

ইংল্যান্ডঃ মোট ম্যাচ ২১

ঘরের মাঠেঃ ভারত (৫), নিউজিল্যান্ড (৩), পাকিস্তান (৩)

অ্যাওয়ে সিরিজঃ অস্ট্রেলিয়া (৫), দক্ষিণ আফ্রিকা (৩), বাংলাদেশ (২)

 

নিউজিল্যান্ডঃ মোট ম্যাচ ১৬

ঘরের মাঠেঃ ওয়েস্ট ইন্ডিজ (৩), ভারত (২), শ্রীলঙ্কা (২)

অ্যাওয়ে সিরিজঃ ইংল্যান্ড (৩), অস্ট্রেলিয়া (৪), পাকিস্তান (২)

 

শ্রীলঙ্কা- মোট ম্যাচ ১২

ঘরের মাঠেঃ বাংলাদেশ (২), ভারত (২), দক্ষিণ আফ্রিকা (২)

অ্যাওয়ে সিরিজঃ ওয়েস্ট ইন্ডিজ (২), পাকিস্তান (২), নিউজিল্যান্ড (২)

 

ওয়েস্ট ইন্ডিজঃ মোট ম্যাচ- ১৪

ঘরের মাঠেঃ অস্ট্রেলিয়া (৩), শ্রীলঙ্কা (২), পাকিস্তান (২)

অ্যাওয়ে সিরিজঃ ভারত (২), নিউজিল্যান্ড (৩), বাংলাদেশ (২)

 

পাকিস্তান- মোট ম্যাচ- ১৩

ঘরের মাঠেঃ দক্ষিণ আফ্রিকা (২), শ্রীলঙ্কা (২), নিউজিল্যান্ড (২)

অ্যাওয়ে সিরিজঃ বাংলাদেশ (২), ওয়েস্ট ইন্ডিজ (২), ইংল্যান্ড (৩)

 

বাংলাদেশঃ মোট ম্যাচ- ১২

ঘরের মাঠেঃ পাকিস্তান (২), ওয়েস্ট ইন্ডিজ (২), ইংল্যান্ড (২)

অ্যাওয়ে সিরিজঃ শ্রীলঙ্কা (২), দক্ষিণ আফ্রিকা (২), অস্ট্রেলিয়া (২)

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে