
Gary Kirsten on Pakistan Cricket: সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের জাতীয় দলের (Pakistan Cricket Team) দায়িত্ব নেওয়ার পর সমস্যায় পড়েছিলেন। নিজের মতো কোনও কাজ করতে পারেননি। পদে পদে বাধার মুখে পড়তে হয়েছিল। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ও কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। তিনি উইজডেনকে (Wisden) দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘কয়েক মাস ধরে টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি দ্রুত বুঝতে পেরে গিয়েছিলাম, বেশি প্রভাব ফেলতে পারব না। একবার দল গঠনের বিষয়ে আমার মতামত নেওয়া হয়নি। দল গঠন করার পর আমাকে সে কথা জানানো হয়। আমার পক্ষে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কোচ হিসেবে আমার কাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। আমি দলে কোনওরকম ইতিবাচক প্রভাব ফেলতে পারিনি।’
পাকিস্তান দলের কোচ হিসেবে ভালোভাবে কাজ চালাতে না পারলেও, ভবিষ্যতে ফের দায়িত্ব পেলে ফিরতে চান কার্স্টেন। তবে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের এই প্রাক্তন ওপেনারের উপযুক্ত পরিবেশ দরকার। যে পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব ছাড়তে হয়েছিল, সেই পরিস্থিতি বজায় থাকলে ফিরবেন না। এ প্রসঙ্গে কার্স্টেন বলেছেন, ‘আমি যদি কাল পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য আমন্ত্রণ পাই, তাহলে আমি যাব। কিন্তু আমি গেলে খেলোয়াড়দের জন্য যাব। উপযুক্ত পরিবেশ থাকলে তবেই আমি যাব।’
পাকিস্তানের ক্রিকেট প্রসঙ্গে কার্স্টেন আরও বলেছেন, ‘ক্রিকেটের লোকজনেরই ক্রিকেট দল পরিচালনা করা উচিত। যদি সেটা না হয় এবং বাইরে থেকে অনেকে প্রভাব খাটায়, তাহলে কাজ করা অত্যন্ত কঠিন। দলকে যে জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে, তা কার্যকর করা যায় না।’ কার্স্টেন বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানের কোচ হিসেবে স্বাধীনভাবে কাজ করা যায় না। এই কারণেই তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।