কাফ মাসলে চোট, অ্যাশেজের বাকি ৩ ম্যাচে খেলতে পারবেন না নাথান লিয়ন

চোট নিয়েই লর্ডস টেস্টের চতুর্থ দিন ব্যাটিং করতে নেমেছিলেন। তবে চলতি অ্যাশেজে আর খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লিয়ন। তাঁর পরিবর্ত হিসেবে তৈরি ডট মারফি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, লর্ডস টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর নাথান লিয়নের কাফ মাসলে চোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সেই সিদ্ধান্তের কথা জানা গেল। লর্ডসে চোট পাওয়ার পরেও ঝুঁকি নিয়ে খেলা লিয়ন চলতি অ্যাশেজের আর কোনও ম্যাচেই খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে হেডিংলিতে তৃতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেন টড মারফি। তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারলে বাকি ২ ম্যাচেও খেলার সুযোগ পাবেন। কয়েক মাস আগে ভারতের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্টে অভিষেক হয় তরুণ স্পিনার মারফির। তিনি ভালো পারফরম্যান্স দেখান। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে আউট করেন মারফি। সেই কারণেই তাঁকে অ্যাশেজের দলে রাখা হয়েছে। এই তরুণ স্পিনারের প্রশংসা করেছেন লিয়নও। ফলে হেডিংলিতে খেলছেন মারফিই।

লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পান লিয়ন। সেই চোটের কারণে তিনি আর এই ম্যাচে খেলতে পারবেন না বলে জানানো হয়েছিল। কিন্তু চতুর্থ দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে পড়েন লিয়ন। এরপর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও বোলিং করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু শেষপর্যন্ত আর মাঠে নামতে পারেননি। অস্ট্রেলিয়া সহজেই এই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে। ফলে লিয়ন চোট পেলেও সমস্যা হওয়ার কথা নয়। 

Latest Videos

মারফির প্রশংসা করে লিয়ন বলেছেন, ‘ওর স্টক বল আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়ার পক্ষে যথেষ্ট। আমরা ভারতে ওর বোলিং দেখেছি। ভারতেই স্পিন বোলিং করা সবচেয়ে কঠিন। সেখানে ও সফল হয়েছে। ইংল্যান্ডের ব্যাটারদের বোলিং করা ওর কাছে আলাদা চ্যালেঞ্জ। ইংল্যান্ডের ব্যাটাররা যদি ওকে আক্রমণ করে, তাহলে টডের সামনে আলাদা চ্যালেঞ্জ থাকবে। তবে ও ইংল্যান্ডে ছাপ ফেলার সুযোগ পাচ্ছে। অ্যাশেজ সিরিজে খেলার সুযোগ পাওয়ার জন্য ও মুখিয়ে আছে।’

এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়া দলের রিজার্ভ ব্যাটার হিসেবে রাখা হয়েছিল ম্যাট রেনশকে। তবে লর্ডস টেস্টের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দলের সঙ্গে না থাকলেও, এখনই দেশে ফিরছেন না রেনশ। তিনি ইংল্যান্ডেই থাকবেন। অস্ট্রেলিয়ার কোনও ব্যাটার যদি চোট পান, তাহলে রেনশকে ফের রিজার্ভ সদস্য হিসেবে দলে নেওয়া হবে।

বাকি ৩ টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে আছেন- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইনগ্লিস (উইকেটকিপার), উসমান খাজা, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, জিমি পিয়ারসন (উইকেটকিপার), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন-

জনি বেয়ারস্টোর আউটের ধরনে অস্ট্রেলিয়ার দ্বিচারিতা প্রকট হয়েছে? মুখ খুললেন অশ্বিন

লর্ডস টেস্টের শেষ দিন নাটকীয় জয়, অ্যাশেজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া

Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari