কেনিংটন ওভালে অ্যাশেজের পঞ্চম টেস্টের প্রথম দিনের শেষে লড়াই সমান-সমান

এবারের অ্যাশেজে ২-১ ফলে এগিয়ে অস্ট্রেলিয়া। অ্যাশেজ খেতাব নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে প্যাট কামিন্সের দল। ফলে পঞ্চম ম্যাচ ইংল্যান্ডের কাছে সম্মানরক্ষার লড়াই।

লন্ডনের কেনিংটন ওভালে এবারের অ্যাশেজের পঞ্চম টেস্টের প্রথম দিন জমজমাট লড়াই হল। প্রথম দিনের শেষে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৮৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে দিনের শেষে ১ উইকেটে ৬১ রান করেছে অস্ট্রেলিয়া। এখনও ইংল্যান্ডের চেয়ে ২২২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অস্ট্রেলিয়া যদি দ্বিতীয় দিনের প্রথম সেশনে বেশি উইকেট না হারায়, তাহলে ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় জায়গায় পৌঁছে যাবে। কিন্তু ইংল্যান্ড যদি প্রথম ইনিংসে লিড পেয়ে যায়, তাহলে এই ম্যাচ জেতার লক্ষ্যে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ভালো করেন ওপেনার জাক ক্রলি (২২) ও বেন ডাকেট (৪১)। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা মইন আলি করেন ৩৪ রান। জো রুট করেন ৫ রান। সর্বাধিক ৮৫ রান করেন হ্যারি ব্রুক। তাঁর ৯১ বলের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। অধিনায়ক বেন স্টোকস করেন ৩ রান। জনি বেয়ারস্টো করেন ৪ রান। ক্রিস ওকস করেন ৩৬ রান। মার্ক উড করেন ২৮ রান। স্টুয়ার্ট ব্রড করেন ৭ রান। ০ রানে অপরাজিত থাকেন জেমস অ্যান্ডারসন। 

Latest Videos

অস্ট্রেলিয়ার হয়ে ৮২ রান দিয়ে ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। ২২ রান দিয়ে ২ উইকেট নেন টড মারফি। ৫৪ রান দিয়ে ২ উইকেট নেন জশ হ্যাজেলউড। ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন মিচেল মার্শ। ৬৬ রান দিয়ে ১ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স

অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ২৪ রান করে আউট হয়ে যান ওয়ার্নার। দিনের শেষে ২৪ রান করে অপরাজিত খাজা। ২ রান করে অপরাজিত মার্নাস লাবুশেন। ইংল্যান্ডের হয়ে ৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ওকস।

এবারের অ্যাশেজে প্রথমবার টসে জেতেন কামিন্স। তাঁর দল দিনের শেষে লড়াইয়ে আছে। কেনিংটন ওভালে প্রথম দিন ২ দলই লড়াই করল। প্রথম ২ সেশনে লড়াই সমানে-সমানে চলছিল। তৃতীয় সেশনে অবশ্য দাপট দেখায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওপেনিং জুটিতে ৬২ রান যোগ করেন ক্রলি ও ডাকেট। চতুর্থ উইকেট জুটিতে ১১১ রান যোগ করেন মইন ও ব্রুক। পরপর উইকেটও হারায় ইংল্যান্ড। প্রথম সেশনে ১১ রানের মধ্যে ৩ উইকেট এবং দ্বিতীয় সেশনে ২৮ রানের মধ্যে ২৮ উইকেট হারায় ইংল্যান্ড।

আরও পড়ুন-

কুলদীপ-জাদেজার যুগলবন্দিতে ধ্বংস ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ, সহজ জয় ভারতের

ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদলের ব্যাপারে ২-৩ দিনের মধ্যেই সিদ্ধান্ত, জানালেন জয় শাহ

Rohit Sharma : নতুন ছেলেরা কীভাবে দায়িত্ব পালন করছে সেটা গুরুত্বপূর্ণ, প্রথম ওডিআই ম্যাচের আগে বললেন রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury