কুলদীপ-জাদেজার যুগলবন্দিতে ধ্বংস ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ, সহজ জয় ভারতের

ওয়েস্ট ইন্ডিজ কেন এবারের ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি, সেটা বৃহস্পতিবার ফের বোঝা গেল। ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না ক্যারিবিয়ান ব্যাটারা।

সহজ ম্যাচ কঠিন করে জিতল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ১১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে বসল ভারত। তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান ছাড়া অন্য কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে অসাধারণ পারফরম্যান্স দেখান রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। ঈশান, জাদেজা ও কুলদীপের জন্যই ৫ উইকেটে জয় পেল ভারতীয় দল। ৫০ ওভারের ম্যাচ হলেও, ২ দল মিলিয়েও ৫০ ওভার খেলা হল না। ২৩ ওভারের মধ্যেই অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। ২৩-তম ওভারেই জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন জাদেজা, কুলদীপরা। ২৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৪৩ রান করেন অধিনায়ক শাই হোপ। ২২ রান করেন অ্যালিক অ্যাথানেজ। ১৭ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। ১১ রান করেন শিমরন হেটমায়ার। ২ রান করেন ওপেনার কাইল মেয়ার্স। রভম্যান পাওয়েল করেন ৪ রান। ০ রানেই আউট হয়ে যান রোমারিও শেফার্ড। ৩ রান করেন ডমিনিক ড্রেকস। ৩ রান করেন ইয়ানিক কারিয়া। ০ রানে আউট হয়ে যান জেডেন সিলস। ০ রানে অপরাজিত থাকেন গুডাকেশ মতি। 

Latest Videos

ভারতের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন কুলদীপ। ৩ ওভার বোলিং করে ২টি মেডেন-সহ ৬ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ। ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন জাদেজা। ওডিআই ফর্ম্যাটে ২২ রান দিয়ে ১ উইকেট নেন বাংলার পেসার মুকেশ কুমার। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১৪ রান দিয়ে ১ উইকেট নেন শার্দুল ঠাকুর।

ভারতের হয়ে ওপেন করতে নামেন ঈশান ও শুবমান গিল। ৭ রান করে আউট হয়ে যান  শুবমান। ৪৬ বলে ৫২ রান করেন ঈশান। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। সূর্যকুমার যাদব করেন ১৯ রান। ৫ রান করে রান আউট হয়ে যান হার্দিক। ১ রান করেন শার্দুল। ১৬ রান করে অপরাজিত থাকেন জাদেজা। ১২ রান করে অপরাজিত থাকেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন মতি। ২১ রান দিয়ে ১ উইকেট নেন সিলস। ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন মতি।

আরও পড়ুন-

Rohit Sharma : নতুন ছেলেরা কীভাবে দায়িত্ব পালন করছে সেটা গুরুত্বপূর্ণ, প্রথম ওডিআই ম্যাচের আগে বললেন রোহিত

রাঁচির রাস্তায় বিলাসবহুল ভিন্টেজ গাড়িতে সওয়ার মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল ভিডিও

বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল