এজবাস্টন টেস্ট ম্যাচ জিতে চলতি অ্যাশেজে ১-০ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দলের প্রশংসা করলেন ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
এজবাস্টন টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে মুগ্ধ রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই অভিজ্ঞ অফস্পিনারের মতে, এবারের অ্যাশেজের প্রথম টেস্ট ম্যাচে বরফ-শীতল মানসিকতার মাধ্যমে ইংল্যান্ডের আগুন নিভিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অশ্বিন আরও বলেছেন, প্রথাগত ক্রিকেট খেলে ইংল্যান্ডের 'ব্যাজবল' ক্রিকেটকে পরাস্ত করেছে অস্ট্রেলিয়া। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'ইংল্যান্ডের খেলা ছিল আগুনের মতো। উল্টোদিকে অস্ট্রেলিয়া ছিল বরফের মতো। এবারের অ্যাশেজের প্রথম ম্যাচে বরফ-শীতল মানসিকতার মাধ্যমে ইংল্যান্ডের আগুন নিভিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমত, ২ বছর আগে যখন ব্যাজবল শুরু হয়, তখন ইংল্যান্ডের পিচ ছিল প্রাণবন্ত। সব জায়গাতেই বল সিম করত। সেই পিচে জো রুট ছাড়া ইংল্যান্ডের সব ব্যাটারকেই সমস্যায় পড়তে হয়েছে। সেই কারণে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, পেসারদের সহায়ক পিচ রাখলে খেলা কঠিন হবে। সেই কারণে ব্যাটারদের সহায়ক পিচ বানিয়ে ম্যাচের উত্তেজনা বাড়াতে চেয়েছিল ইংল্যান্ড। ওদের লক্ষ্য ছিল, দ্রুত রান তুলে বোলারদের আরও সময় দেবে। ইংল্যান্ডের এই লক্ষ্য সফল হয়েছে।'
অস্ট্রেলিয়ার সাফল্য প্রসঙ্গে অশ্বিন আরও বলেছেন, 'গত ২ বছরে ইংল্যান্ডের পিচ বদলে গিয়েছে। এখন ইংল্যান্ডে রান তাড়া করে জয় পাওয়া সহজ হয়ে গিয়েছে। এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্ট ম্যাচে ব্যাটারদের সহায়ক পিচ থাকায় অস্ট্রেলিয়া রান তাড়া করার সময় কখনও পিছিয়ে পড়েনি।'
২০২২ সালে এজবাস্টন টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩৭৮ রান তাড়া করে জয় পায় ইংল্যান্ড। সেই ম্যাচ প্রসঙ্গে অশ্বিন বলেছেন, ‘এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে হেরে যায় ভারতীয় দল। ৩৭৮ রান তাড়া করে জয় পায় ইংল্যান্ড। পাকিস্তানেও রান তাড়া করে জয় পায় ইংল্যান্ড। ওরা ঘরের মাঠে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও জয় পায় ইংল্যান্ড। গত ২ বছরে ইংল্যান্ডে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয় পাওয়া সহজ হয়েছে। প্যাট কামিন্স ও নাথান লিয়ন কী ব্যাটিংটাই না করল! এটা এখন কল্পনা করা সম্ভব। অতীতে চতুর্থ ইনিংসে ২৫০ বা তার বেশি রান তাড়া করে জয় পাওয়া সত্যিই কঠিন ছিল। কিন্তু সেটা এখন আর অতটা কঠিন নয়।’
এজবাস্টন টেস্ট ম্যাচের প্রথম দিনই ইনিংস ডিক্লেয়ার করে দেয় ইংল্যান্ড। বেন স্টোকসের দল ম্যাচ হারার পর এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। অশ্বিন সে ব্যাপারে অবশ্য কিছু বলেননি। তিনি ইংল্যান্ডের ব্যর্থতার চেয়ে অস্ট্রেলিয়ার কৃতিত্বের কথাই বেশি উল্লেখ করেছেন।
আরও পড়ুন-
এক দশক পার, ২০১৩ সালে এই দিনেই শেষবার আইসিসি টুর্নামেন্ট জিতেছিল ভারত
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পুরুষদের সিনিয়র দলের নির্বাচক চেয়ে বিজ্ঞাপন বিসিসিআই-এর
Virat Kohli: ক্রিকেট থেকে দূরে থাকলেও শরীরচর্চা অব্যাহত বিরাট কোহলির