অ্যাশেজ ২০২৫-২৬: টেস্টে উইকেট সংখ্যায় গ্লেন ম্যাকগ্রাথকে ছাপিয়ে গেলেন নাথান লিয়ন

Published : Dec 18, 2025, 12:59 PM IST
Glenn McGrath and Nathan Lyon

সংক্ষিপ্ত

Adelaide Oval Test Match: চলতি অ্যাশেজের (The Ashes, 2025-26) তৃতীয় টেস্ট ম্যাচ চলছে অ্যাডিলেড ওভালে। এই ম্যাচে অসাধারণ নজির গড়লেন অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিয়ন (Nathan Lyon)। তিনি প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রাথকে (Glenn McGrath) ছাপিয়ে গেলেন।

DID YOU KNOW ?
অ্যাডিলেডে চাপে ইংল্যান্ড
অ্যাডিলেড ওভালে চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৮ রানে পিছিয়ে ইংল্যান্ড।

Australia vs England: বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) অসাধারণ নজির গড়লেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লিয়ন (Nathan Lyon)। তিনি প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রাথকে (Glenn McGrath) ছাপিয়ে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন। চলতি অ্যাশেজের (The Ashes, 2025-26) তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১০ নম্বর ওভারে জোড়া উইকেট নিয়ে নতুন নজির গড়েন লিয়ন। তিনি এই ওভারের তৃতীয় বলে অলি পোপকে (Ollie Pope) আউট করেন। ক্যাচ নেন জশ ইনগ্লিস (Josh Inglis)। এরপর ওভারের শেষ বলে বেন ডাকেটকে (Ben Duckett) বোল্ড করে দেন এই স্পিনার। দিনের শেষে তিনি ২২ ওভার বোলিং করে চার মেডেন-সহ ৫১ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে দিনের শেষে প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ২১৩ রান করে চাপে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৭১ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে ১৫৮ রানে এগিয়ে লিয়নরা।

ম্যাকগ্রাথের চেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন লিয়ন

টেস্ট ক্রিকেটে ১২৪ ম্যাচ খেলে ২১.৬৪ গড়ে ৫৬২ উইকেট নেন লিয়ন। লিয়ন এখন ১৪১-তম টেস্ট ম্যাচ খেলছেন। তিনি এখনও পর্যন্ত ৫৬৪ উইকেট নিয়েছেন। তাঁর গড় ৩০.০৯। টেস্টের কোনও ইনিংসে সেরা বোলিং ৫০ রান দিয়ে আট উইকেট। টেস্টে ২৬ বার ইনিংসে চার উইকেট, ২৪ বার ইনিংসে পাঁচ উইকেট এবং পাঁচ বার টেস্ট ম্যাচে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছেন এই স্পিনার।

শেন ওয়ার্নকে ছাপিয়ে যেতে পারবেন না লিয়ন

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন প্রয়াত প্রাক্তন লেগ-স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। তিনি ১৪৫ ম্যাচ খেলে ৭০৮ উইকেট নিয়েছেন। তাঁর গড় ২৫.৪১। টেস্ট ইনিংসে ৪৮ বার চার উইকেট নিয়েছেন এই কিংবদন্তি। তিনি ৩৭ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এবং ১০ বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। টেস্টে কোনও ইনিংসে তাঁর সেরা বোলিং ৭১ রান দিয়ে আট উইকেট। এখন যাঁরা টেস্ট ম্যাচ খেলছেন, তাঁদের পক্ষে ওয়ার্নের নজির স্পর্শ করা সম্ভব নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭০৮
টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেট নিয়েছেন প্রয়াত শেন ওয়ার্ন।
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৭০৮ উইকেট নিয়েছেন প্রয়াত প্রাক্তন লেগ-স্পিনার শেন ওয়ার্ন।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কাশ্মীর থেকে এসে বাংলার হয়ে খেলছেন, রাজস্থান রয়্যালসে সুযোগ পেলেন ব্রিজেশ
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: গম বেচে টিকিট কেটেছিলেন, চতুর্থ টি-২০ বাতিলে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমী