আইপিএল ২০২৬: কাশ্মীর থেকে এসে বাংলার হয়ে খেলছেন, রাজস্থান রয়্যালসে সুযোগ পেলেন ব্রিজেশ

Published : Dec 18, 2025, 11:49 AM IST
Brijesh Sharma IPL 2026 RR

সংক্ষিপ্ত

IPL 2026: মঙ্গলবার আবু ধাবিতে (Abu Dhabi) আইপিএল ২০২৬-এর মিনি নিলাম হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের অনামী ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই বিপুল দর পেয়েছেন।

DID YOU KNOW ?
বাংলার ক্রিকেটার ব্রিজেশ
জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার হলেও, এখন বাংলার হয়ে খেলছেন ২৭ বছর বয়সি পেসার ব্রিজেশ শর্মা।

IPL 2026 Mini Auction: অন্য রাজ্য থেকে বাংলায় এসে ক্রিকেট খেলে অনেকেই সাফল্য পেয়েছেন। মহম্মদ শামি (Mohammed Shami), আকাশ দীপরা (Akash Deep) বাংলার হয়ে খেলার পরেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। এবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ক্রিকেটার ব্রিজেশ শর্মাও (Brijesh Sharma) গড়ের মাঠ থেকে জাতীয় স্তরে পৌঁছে গেলেন। এবারের আইপিএল-এর মিনি নিলামে তাঁকে ৩০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। উধমপুরের (Udhampur) এই পেসার ক্রিকেটে সাফল্য পাওয়ার লক্ষ্যে বাংলায় এসেছিলেন। বেঙ্গল প্রো টি২০ লিগে (Bengal Pro T20 League) সাফল্য পেয়ে প্রথমবার সবার নজর কেড়ে নেন এই পেসার। তিনি এই লিগে সাত ম্যাচ খেলে ১১ উইকেট নেন। তিনি এরপর থেকেই ধারাবাহিকভাবে ভালো বোলিং করে চলেছেন। বাংলা দলেও সুযোগ পেয়েছেন ব্রিজেশ। এবার তিনি আইপিএল-এ খেলার সুযোগ পেলে ভালো বোলিং করতে চান।

শ্রমিক বাবাকে গর্বিত করে তুলেছেন ব্রিজেশ

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রিজেশ জানিয়েছেন, ‘আমার এখন ২৭ বছর বয়স। আমি সাধারণ পরিবারের সন্তান। অনেক বছর ধরে আমার বাবা শ্রমিক হিসেবে যে কঠোর পরিশ্রম করেছেন, তা স্বীকৃতি পেয়েছে। আমার বন্ধুরাও অনেক সাহায্য করেছে। খারাপ সময়ে বন্ধুরা আর্থিক ও মানসিকভাবে সাহায্য করেছে। আমি এই সাফল্যের জন্য পরিবার, কোচ, বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই। আমার নিজের উপর খুব বেশি বিশ্বাস ছিল না। কিন্তু ওরা সবাই আমার উপর ভরসা রেখেছিল।’

কাশ্মীর থেকে বাংলায় এসে সাফল্য

ব্রিজেশ আরও জানিয়েছেন, 'আমার জন্ম মাধায়। এখন অবশ্য আমি উধমপুরে থাকি। আমি এখন বাংলার হয়ে খেলছি। আমি জম্মু ও কাশ্মীর রাজ্য দলের হয়ে খেলেছি। দিল্লিতে (Delhi) ইউনিক স্পোর্টস ক্লাবে (Unique Sports Club) দীপক পুনিয়ার (Deepak Punia) কাছ থেকে গত দু'বছরে অনেককিছু শিখেছি। আমি যেমন শৃঙ্খলা শিখেছি, তেমনই বড় পর্যায়ে খেলার জন্য যা দরকার তাও শিখতে পেরেছি।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৭
২৭ বছর বয়সে প্রথমবার আইপিএল-এ সুযোগ পেলেন ব্রিজেশ শর্মা।
জম্মু ও কাশ্মীরের পেসার ব্রিজেশ শর্মা ২৭ বছর বয়সে প্রথমবার আইপিএল-এ রাজস্থান রয়্যালসে সুযোগ পেলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: গম বেচে টিকিট কেটেছিলেন, চতুর্থ টি-২০ বাতিলে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমী
IPL Auction 2026: আরসিবি ভক্তদের জন্য বিরাট সুখবর, সফল হল বেঙ্গালুরুর মাস্টার প্ল্যান?