ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: গম বেচে টিকিট কেটেছিলেন, চতুর্থ টি-২০ বাতিলে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমী

Published : Dec 18, 2025, 09:57 AM ISTUpdated : Dec 18, 2025, 10:13 AM IST
Lucknow Stadium match today

সংক্ষিপ্ত

India vs South Africa: বুধবার লখনউয়ে (Lucknow) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পরেও ঘন কুয়াশার জন্য ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।

DID YOU KNOW ?
কুয়াশায় ম্যাচ বাতিল
বছরের এই সময় উত্তর ভারতে ঘন কুয়াশা থাকে। সে কথা জানার পরেও লখনউয়ে ম্যাচ দেওয়ায় অনেকেই বিসিসিআই-এর সমালোচনা করছেন।

Lucknow Fog: লখনউয়ে বছরের এই সময় ঘন কুয়াশা থাকবে জেনেও সন্ধেবেলা ম্যাচ আয়োজন করায় বিসিসিআই-এর (BCCI) উপর ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে যাঁরা অনেক কষ্ট করে টিকিটের টাকা জোগাড় করেছিলেন এবং দূর থেকে লখনউয়ের (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium) ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখতে গিয়েছিলেন তাঁরা প্রচণ্ড ক্ষুব্ধ। তাঁদেরই একজন বলেছেন, ‘আমি তিন বস্তা গম বিক্রি করে টিকিটের টাকা জোগাড় করেছিলাম। তারপর অনেক কষ্ট করে এখানে ম্যাচ দেখতে এসেছিলাম। আমি টাকা ফেরত চাই।’ যে কোনও ম্যাচ এভাবে বাতিল হয়ে গেলে টিকিট দেখালে টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু অনেকে তাতেও খুশি নন। কারণ, সবাই ভালো ম্যাচ দেখার আশায় একানায় গিয়েছিলেন। কিন্তু তাঁদের সেই আশা পূর্ণ হল না।

লখনউয়ে সন্ধেবেলা ম্যাচ নিয়ে প্রশ্ন

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে লখনউ-সহ সারা উত্তর ভারতেই সন্ধেবেলা থেকে পরদিন অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। সে কথা সবারই জানা। কিন্তু বছরের এই সময় লখনউয়ের আবহাওয়ার প্রকৃতির কথা জানা থাকার পরেও কেন সন্ধেবেলা ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-২০ ম্যাচ আয়োজন করা হল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এক ক্রিকেটপ্রেমী বলেছেন, 'দুপুরে ম্যাচ শুরু করলে ভালো হত। কারণ, বছরের এই সময় সন্ধেবেলা ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। তার ফলে যেমন যান চলাচল ব্যাহত হয়, তেমনই খেলাও সম্ভব হয় না। টিকিটের দাম ফেরত দেওয়া অপ্রাসঙ্গিক। আমরা ম্যাচ দেখতে চাইছিলাম। আমাদের ভারতীয় দলকে দেখতে চেয়েছিলাম।'

 

 

আগরা থেকে লখনউয়ে গিয়েও ম্যাচ দেখতে পারলেন না

আগরা (Agra) থেকে প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক ক্রিকেটপ্রেমী লখনউয়ে ম্যাচ দেখতে গিয়েছিলেন। ম্যাচ না হওয়ায় তিনিও হতাশ। এই ক্রিকেটপ্রেমী বলেছেন, ‘আমার মন ভেঙে গিয়েছে। আমরা সবাই ভারতীয় ক্রিকেট দলের অনুরাগী। আমি আগরা থেকে ম্যাচ দেখতে এসেছিলাম। আমি প্রচণ্ড হতাশ।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ বাতিল।
বুধবার লখনউয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার জন্য সেই ম্যাচ হল না।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Auction 2026: আরসিবি ভক্তদের জন্য বিরাট সুখবর, সফল হল বেঙ্গালুরুর মাস্টার প্ল্যান?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: লখনউয়ে ঘন কুয়াশার জের, শুরু করা গেল না চতুর্থ টি-২০ ম্যাচ