শুধু ক্রিকেট খেলেই কোটি কোটি টাকা আয় নয়! রেস্তোরাঁ থেকেও প্রচুর লাভ পান এই ক্রিকেটাররা

শুধু ক্রিকেট খেলেই কোটি কোটি টাকা আয় নয়! রেস্তোরাঁ থেকেও প্রচুর লাভ পান এই ক্রিকেটাররা

ক্রিকেট তো খেলে উপার্জন হয় প্রায় কোটি কোটি টাকা। কিন্তু এছাড়াও অন্য ব্যবসা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বেশিরভাগ ক্রিকেটারেরই রয়েছে নামী রেস্তোরাঁ।

ধোনি, কোহলি , শচীন-সহ একাধিক ক্রিকেটারের রেস্তোরাঁ রয়েছে । এর থেকে প্রায় কোটি কোটি টাকা আয় হয় ক্রিকেটারদের। দেশে -বিদেশে রয়েছে ক্রিকেটারদের হোটেলের ব্যবসা।

Latest Videos

বিরাটের রেস্তোরাঁর নাম হল 'ওয়ান এইট কমিউন'। স্ত্রী অনুষ্কাকে নিয়ে মুম্বইয়ে এই হোলেট খোলেন বিরাট। এই সুন্দর রেস্তোরাঁটি রয়েছে কিশোর কুমারের জুহুর বাংলোর ভিতরে। এই রেস্তোরাঁটির একটি শাখা রয়েছে পুনে, দিল্লি ও কলাকাতায়।

জানলে অবাক হবেন এই রেস্তোরাঁয় শুধু নিরামিষ খাবার পাওয়া যায়। এই দম্পতি ভীষণ ভাবে ফিটনেস পছন্দ করেন তাই তাঁদের হোটেলে শুধু নিরামিষ খাবার পাওয়া যায়।

২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ‘ভেজিটেরিয়ান’ নামের একটি রেস্তোরাঁ খোলেন ধোনিও। ব্যাঙ্গালুরুর বিমানবন্দরে রয়েছে তাঁর খাবারের এই হোটেল। এখানে উদ্ভিদ ভিত্তিক খাবার পাওয়া যায়।

অন্যদিকে দুবাইয়ে শিখর ধাওয়ানের একটি রেস্তোরাঁ রয়েছে যার নাম ‘দ্য ফ্লাইং ক্যাচ’। ২০২৩ সালে এই রেস্তোরাঁর উদ্বোধন হয়। এছাড়া রেস্টুরেন্টের ব্যবসা থেকে বাদ যায়নি জাডেজাও। রাজকোটে তাঁর ‘জাড্ডু’স ফুড ফিল্ড’ নামের একটি রেস্তোরাঁ রয়েছে।

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি