ঋষভ পন্থের উইকেট নেওয়ার পর ট্র্যাভিস হেডের আঙ্গুলের ইশারা নিয়ে বিতর্ক।
ভারতের বিরুদ্ধে চতুর্থ ক্রিকেট টেস্টে ঋষভ পন্থের উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ান তারকা ট্র্যাভিস হেডের আঙ্গুলের ইশারা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অজি অধিনায়ক প্যাট কামিন্স ব্যাখ্যা দিয়েছেন, হেডের আঙ্গুলের ইশারা অশ্লীল নয়। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ভারত বিপদে পড়লে যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ ৮৮ রানের জুটি গড়ে ভারতকে ফিরিয়ে আনেন। তখনই অজি অধিনায়ক প্যাট কামিন্স পার্ট টাইম স্পিনার ট্র্যাভিস হেডকে বোলিংয়ে আনেন। ধৈর্য ধরে খেলা ঋষভ পন্থ হেডের বলে বিরাট শট খেলতে গিয়ে মিচেল মার্শের হাতে ক্যাচ দেন। এরপরই ভারতের পতন শুরু হয়।
ঋষভ পন্থের উইকেট নেওয়ার পর হেডের আঙ্গুলের ইশারা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই একে অশ্লীল বলে মন্তব্য করেন। তবে চ্যানেল-৭ এর ধারাভাষ্যকার ব্রে শা বলেন, হেডের আঙ্গুলের ইশারা অশ্লীল নয়। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ রানে ৪ উইকেট নেওয়ার পরও হেড একই ধরনের ইশারা করেছিলেন। বরফের টুকরোর উপর সংখ্যা লেখার মতো করেই হেড ইশারা করেছিলেন বলে ব্রে শা জানান।
অজি অধিনায়ক প্যাট কামিন্সও একই ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, হেডের আঙ্গুল পুড়ে যাচ্ছিল। তাই তিনি আঙ্গুল বরফের পাত্রে রেখেছিলেন। এর অন্য কোনও অর্থ নেই। এটি আমাদের মধ্যে একটি সাধারণ রসিকতা। উইকেট নেওয়ার পর ফ্রিজ থেকে বরফের পাত্র বের করে আঙ্গুল রেখে দেওয়া হেডের একটি অভ্যাস। ঋষভ পন্থের উইকেট নেওয়ার পরও হেড তাই করেছেন। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা হেডের ইশারাকে অশ্লীল বলেই মনে করছেন।
ঋষভ পন্থ আউট হওয়ার পর ভারতীয় দল ধস নামে। মেলবোর্ন টেস্টে ভারত ১৮৪ রানে পরাজিত হয়। এই পরাজয়ের ফলে সিরিজে ভারত ১-২ তে পিছিয়ে পড়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।