
U-19 World Cup 2026: জিম্বাবোয়ে এবং নামিবিয়াতে আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত, অনুষ্ঠিত হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ঘোষণা করা হয়েছে (u19 world cup 2026 schedule)।
আসন্ন ২০২৬ সালে, অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে কেন্দ্র করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে বিসিসিআই-এর তরফে। দলে রয়েছেন আয়ুষ মাত্রে (অধিনায়ক), ভিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার-ব্যাটার), হরবংশ সিং (উইকেটকিপার-ব্যাটার), আর এস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, ডি কুমার প্যাটেল, উদ্ধব মোহন, মহম্মদ ইনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ এবং কিষাণ কুমার সিং।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বৈভব সূর্যবংশীকে অধিনায়ক এবং অ্যারন জর্জকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। কব্জির চোটের কারণে, নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ১৪ বছর বয়সী তরুণ সূর্যবংশী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন (u19 world cup 2026 india squad)।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে, ভারতের সহ-অধিনায়ক ভিহান মালহোত্রাও একই ধরনের চোটের কারণে তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না।
বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার-ব্যাটার), হরবংশ সিং (উইকেটকিপার-ব্যাটার), আর এস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, মহম্মদ ইনান, হেনিল প্যাটেল, ডি রাহুল কুমার, ডি দীপেশ, যুদ্ধশান কুমার, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।