Vaibhav Suryavanshi: এবার ব্যাট নয়! বল হাতে বাজিমাৎ বৈভবের, কী করলেন তিনি?

Published : Jul 14, 2025, 11:43 PM ISTUpdated : Jul 15, 2025, 12:21 AM IST
vaibhav suryavanshi odi

সংক্ষিপ্ত

Vaibhav Suryavanshi: আইপিএল ব্যাট হাতে জাদু দেখিয়েছিলেন। এবার দেখালেন বল হাতে। 

Vaibhav Suryavanshi: বল হাতে ইংল্যান্ডের মাটিতে বাজিমাৎ করলেন বৈভব সূর্যবংশী। আইপিএল ব্যাট হাতে জাদু দেখিয়েছিলেন। এবার দেখালেন বল হাতে (vaibhav suryavanshi vs england)। 

কী করলেন তিনি?

ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে একের পর এক রেকর্ড গড়ছে ভারত। একদিনের পর এবার টেস্ট খেলতে ব্যস্ত হয়ে পড়েছেন বৈভব। যদিও ১৪ বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তাই ব্যাট হাত না পারলেও, বল হাতে রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট ম্যাচেই এমন ঘটনাটি ঘটেছে। বেকেনহ্যামে, শনিবার থেকে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই ম্যাচের দ্বিতীয় দিন, বল হাতে নয়া নজির গড়েছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। সাধারণত তিনি বিপক্ষ বোলারদের বিরুদ্ধে বড় বড় শট হাঁকিয়ে থাকেন। কিন্তু এবার বল হাতে নজির গড়েছেন তিনি। ফলে, এটা প্রমাণ হয়ে গেল যে, বৈভব একজন ভালো অলরাউন্ডারও হয়ে উঠতে পারবেন।

ইংল্যান্ডের হয়ে তখন ব্যাট করছেন হামজা এবং রকি ফ্লিনটপ

ভারতকে ম্যাচে ফিরতে হলে এই জুটি ভাঙতেই হত। আর ঠিক এমন সময়, অধিনায়ক আয়ুষ মাত্রে বল তুলে দেন বাঁ-হাতি স্পিনার বৈভব সূর্যবংশীর হাতে। আর বৈভব নিজেও সেই মান রাখলেন। একদমই সুযোগ হাতছাড়া করেননি তিনি। তৃতীয় ওভারের শেষ বলটা করলেন লো ফুলটস। সেই বল পেয়ে হামজা আগ্রাসী শট খেলতে গেলেন এবং তাঁর শট সরাসরি লং অফে পৌঁছে যায়। শেষ অবধি ক্যাচ আউট হয়ে ৮৪ রানে প্যাভিলিয়নে ফেরেন হামজা। তাদের পার্টনারশিপে ওঠে ওঠে ১৫৪ রান।

হামজাকে আউট করে যুব দলের টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী হিসেবে নয়া নজির গড়লেন বৈভব। মাত্র ১৪ বছর ১০৭ দিন বয়সে, এই রেকর্ড গড়ার স্বাদ পেলেন তিনি। এর আগে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড ছিল মনীষীর দখলে। মাত্র ১৫ বছর ১১৫ দিন বয়সে, তিনি প্রথম উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন। কিন্তু এবার যুব টেস্টে সর্বকনিষ্ঠ উইকেটশিকারী হিসেবে ১০ জনের তালিকায় ভারতীয় মধ্যে এখন একমাত্র রইলেন বৈভব সূর্যবংশী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে