Ranji Trophy: কেরালার বিরুদ্ধে রঞ্জি ফাইনালে দুর্দান্ত শুরু করল বিদর্ভ

Published : Feb 27, 2025, 01:27 AM IST
Ranji Trophy: কেরালার বিরুদ্ধে রঞ্জি ফাইনালে দুর্দান্ত শুরু করল বিদর্ভ

সংক্ষিপ্ত

বিদর্ভর শুরুটা ভালো ছিল না। একটা সময় দল ৩ উইকেটে ২৪ রানে।

রঞ্জি ট্রফি ফাইনালে কেরালার বিরুদ্ধে বিদর্ভ ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছে। নাগপুর, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে মাত্র চার উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে বিদর্ভ। দানিশ মালেভারের (১৩৮) সেঞ্চুরি বিদর্ভকে শক্তি যোগায়। দানিশের সাথে বর্তমানে ক্রিজে আছেন যশ ঠাকুর (৫)। মালয়ালী তারকা করুণ নায়ার (৮৬) দুর্দান্ত ব্যাটিং করেছেন। কেরালার হয়ে এম ডি নিধীশ দুটি উইকেট নিয়েছেন।

বিদর্ভর শুরুটা ভালো ছিল না। একটা সময় ৩ উইকেটে ২৪ রানে ছিল দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় বিদর্ভ। ওপেনার পার্থ রেখাদেকে এলবিডব্লিউ করেন এম ডি নিধীশ। দুই বল ক্রিজে কাটিয়েও পার্থ কোন রান করতে পারেননি। এরপর ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে ওয়ান ডাউন ব্যাটসম্যান দর্শন নালকান্দেকেও ফিরিয়ে দেন নিধীশ। এন পি বেসিল ক্যাচটি ধরেন। ২১ বল ক্রিজে কাটিয়েও দর্শন মাত্র এক রান করতে পেরেছিলেন। 

পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছিলেন সহ-ওপেনার ধ্রুব শোরে। তাকে এডেন অ্যাপল টম উইকেটের পিছনে মোহাম্মদ আজহারউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ইনিংসের ১৩তম ওভারে এই উইকেটটি পড়ে। ৩৫ বল খেলে ধ্রুব মাত্র ১৬ রান করতে পেরেছিলেন। এর ফলে বিদর্ভ ১২.৫ ওভারে ২৪/৩ হয়ে চাপে পড়ে যায়। পরে করুণ-দানিশ জুটি ২১৫ রান জোড়েন। ৮২তম ওভারে এই জুটি ভাঙে। করুণ দুর্ভাগ্যবশত রান আউট হন। তার ইনিংসে ছিল একটি ছক্কা এবং আটটি চার। পরে নাইট ওয়াচম্যান যশ ঠাকুরের সাথে জুটি বেঁধে দানিশ আর কোন উইকেট পড়তে দেননি। এখন পর্যন্ত ২৫৯ বল খেলে দানিশ দুটি ছক্কা এবং ১৪ টি চার মেরেছেন। 

সেমিফাইনালে গুজরাটের বিরুদ্ধে খেলা দলে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে কেরালা। শন রজারের জায়গায় এডেন অ্যাপল টমকে দলে নিয়েছে কেরালা। সেমিফাইনালে মুম্বাইকে হারানো দলে কোন পরিবর্তন করেনি বিদর্ভ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় নিউজিল্যান্ডের, জমে গেল সিরিজ
টি-২০ বিশ্বকাপ ২০২৬: প্রস্তুতির জন্য চলতি মাসেই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া